ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - সেই গোলবানুর ঘরে সম্ভাবনার দুই ছাগল ছানা

সেই গোলবানুর ঘরে সম্ভাবনার দুই ছাগল ছানা

আবদুল লতিফ খসরু >
প্রিয় পাঠক আপনাদের নিশ্চয়ই মনে আছে গত গত ২৫ নভেম্বর মিনিটে নিজের ফেইসবুকে একটি স্টাটাস দিয়েছিলাম এক বিধবা মায়ের কান্না থামছে না শিরোনামে। আরও লিখিছিলাম সারাদিন ঘাস খাইয়া ঘরে ফিরলো মোর বাবায়। এছাড়া আহারে কোন পাষানে মারলো মোর বাবারে এ শিরোনামে আজকের মঠবাড়িয়া অনলা্ইন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। devdas-pic-k-1

পিরোজপুরের কাউখালী স্বরূপকাঠী সড়কে গত ২৫ নভেম্বর বিকালে দিকে উপজেলার কেচুয়াকাঠী গ্রামের মৃত হারুন হাওলাদারের বিধমা হতদরিদ্র স্ত্রী গোলবানু বেগমের ছাগলটি মোটরসাইকেল দুর্ঘটনায় মারাযায়। ছাগলটি মৃত অবস্থায় ফেলে রেখে চলে যায় মোটরসাইকেল চালক। হত দরিদ্র গোলবানু পাশে বসে সেদিন আহাজারি করে বলছিল কে মারলো মোর বাবারে।সেই হৃদয় বিদারক ছবি আমি আমার ফেইসবুকে পোষ্ট করি। যা পিরোজপুরের মাননীয় জেলা প্রশাসক খায়রুল আলম সেখের নজরে আসলে তিনি আমাকে বলেন, মি. খসরু শেষ সম্বল ছাগল হারানো ঐ দুস্থ মাকে সম্ভব হলে আমার নিকট নিয়ে আসবেন অথবা একটি আবেদন নিয়ে আসবেন। আমি তাকে একটি নয় দুটি ছাগল কিনে দেব। প্রয়োজনে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। ঐ মটরসাইকেল চালককে চিহ্নিত করার চেষ্টা করুন। সে যদি ক্ষতি পূরন দিতে চায় তাকে সুযোগ দেওয়া যেতে পারে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাননীয় জেলা প্রশাসকের কথা অনুসারে তিনি গত ২৯ নভেম্বর সকালে ঐ বৃদ্ধার বাড়িতে গিয়ে দুটি ছাগল তুলে দেন তিনি। devdas-pic-4

বৃদ্ধা গোলবানুর আজ খুব আনন্দের দিন, খুশির দিন। জেলা প্রশাসক খায়রুল আলম সেখের দেওয়া একটি ছাগল গতকাল রাতে দুটি বাচ্চা দিয়েছে। সকালে বাড়ি থেকে ফেরার পথে ঐ হতদরিদ্র গোলবানু রিক্সার সামনে আমার পথ আগলে দাড়িয়ে রিক্সা থামিয়ে দেয় এবং আনন্দে আমাকে জড়িয়ে ধরে মা’সহ বাচ্চা ছাগল দুটিকে আমার সামনে নিয়ে আসে। তার চোখে মুখে দেখলাম খুশির বন্যা বইছে।জেলা প্রশাসকের দেওয়া দুটি ছাগল ও সৌদী প্রবাসী মঠবাড়িয়ার সন্তান ফেরদৌস বাবুর দেওয়া একটি তিনটি ছাগলের সাথে নতুন অতিথি হিসাবে যোগ হলো আরও দুটি ছাগল ছানা। ferdous-2

মোট ৫টি ছাগল এখন পালিত হচ্ছে হতদরিদ্র গোলবানুর সংসারে। সম্ভাবনার দুয়ার খুলে গেল গোলবানুর। আর এই খুশির দিনে আমি যাকে যেখানে পেয়েছি তাকেই আপ্যায়ন করেছি।হতদরিদ্র গোলবানু তাৎক্ষনিক আমার মোবাইল থেকে মাননীয় জেলা প্রশাসক খায়রুল আলম আবারও কৃতজ্ঞতা এবং নুতন অতিথি ছাগল ছানা দুটিকে দেখার জন্য গোলবানু তার বাড়িতে আমন্ত্রন জানান। জেলা শ্রশাসক হত দরিদ্র গোলবানুর আমন্ত্রন গ্রহন করেন।

তাই আসুন আমরা সবাই মিলে মানুষ মানুষের জন্য এই ব্রত নিয়ে যার যার অবস্থান থেকে মানুষের জন্য কাজ করি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...