ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - জেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরে যারা নির্বাচিত হলেন

জেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরে যারা নির্বাচিত হলেন

পিরোজপুর প্রতিনিধি >
বুধবার তিন স্তরের নিরাপত্তার মধ্যদিয়ে পিরোজপুরের ১৫টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের কঠোর প্রহরায় অনুষ্ঠিত নির্বাচনে ৭৩৪ জন ভোটারের মধ্যে ৭২৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন। প্রতিটি কেন্দ্রে পুলিশ সিসি টিভি ক্যামেরা বসিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে।
পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক সাংসদ অধ্যক্ষ মো. শাহ আলমের চেয়ে ১২৩ ভোট বেশী পেয়ে মহিউদ্দিন মহারাজ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাধারণ আসনে সদস্য নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে তুহিন হালদার তিমির, ২নং ওয়ার্ডে সুলতান মাহমুদ খান, ৩নং ওয়ার্ডে জাকারিয়া স্বপন, ৪নং ওয়ার্ডে সেলিম হাওলাদার, ৫নং ওয়ার্ডে মিলন বড়াল, ৬নং ওয়ার্ডে কামরুজ্জামান সিকদার মিঠু, ৭নং ওয়ার্ডে রফিকুল ইসলাম সুমন, ৮নং ওয়ার্ডে মামুন হোসেন বাবুল, ৯নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন, ১০নং ওয়ার্ডে রেজাউল হক রেজভী জোমাদ্দার, ১১নং ওয়ার্ডে আব্দুল হাই হাওলাদার, ১২নং ওয়ার্ডে আবুল কালাম ইমরান, ১৩নং ওয়ার্ডে মোঃ ইলিয়াস উদ্দীন হেলাল মুন্সী, ১৪নং ওয়ার্ডে আজিমুল হক (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) ও ১৫নং ওয়ার্ডে যায়েদা আফরোজ ফরাজী।
সংরক্ষিত নারী আসনে ১নং ওয়ার্ডে সায়মা সুলতানা বিউটি, ২নং ওয়ার্ডে রজিনা বেগম, ৩নং ওয়ার্ডে শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, ৪নং ওয়ার্ডে রোকেয়া বেগম ও ৫নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...