ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন : আ.লীগ প্রার্থী অধ্যক্ষ শাহ আলমের সংবাদ সম্মেলন

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন : আ.লীগ প্রার্থী অধ্যক্ষ শাহ আলমের সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি >
জেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় নির্দেশনা এবং নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে নিজ এলাকায় থেকে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন এমপি আউয়াল। এ অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন পিরোজপুরে আওয়ামীলীগ দলীয় জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম। মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অধ্যক্ষ শাহ আলম বলেন, এমপি আউয়াল আইনের কোন রকম তোয়াক্কা না করে এলাকার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বরদের ডেকে বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারজের পক্ষে টাকা-পয়সা সহ বিভিন্ন উপঢৌকন দিচ্ছেন যা সম্পুর্ণ নির্বাচন আচরন বিধি লংঘন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এব্যাপারে তিনি জেলা রিটার্ণিং অফিসার সহ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়াল সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে দলের সব রকম নির্দেশ এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচন, উপজেলা নির্বাচনে দলীয় নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে নিজের পছন্দের প্রার্থী দাড় করিয়ে তাদের পক্ষে কাজ করতে কর্মীদের ভয়ভিতি দেখিয়ে কাজ করেছেন। জেলা পরিষদ নির্বাচনেও একই ভাবে তিনি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে অর্থের বিনিময়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। এতে পক্ষান্তরে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেই কাজ করছেন বলে তিনি অভিযোগ করেন।
দলের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহারাজ প্রায় প্রতিদিন তার নিজ বাড়ীর এলাকায় সরকারী পার্কে গান-বাজনা সহ ইউপি মেম্বর-চেয়ারম্যানদের ডেকে এনে ভুরিভোজ করাচ্ছেন এবং টাকা ও উপঢৌকন দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম হাওলাদার সহ জেলা উপজেলার কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুনঃ

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মহিউদ্দিন মহারাজ জয়ী

জেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়ায় সদস্য নির্বাচিত হলেন যারা

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন : ভোটকেন্দ্রে ম্যাজিষ্ট্রেটসহ থাকবে সিসি ক্যামেরা

জেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়ায় আ’লীগ প্রার্থীর সমর্থনে মিছিল- সমাবেশ

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...