ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - জেলা পরিষদ নির্বাচন : মঠবাড়িয়ায় সদস্য ও সংরিক্ষত নারী প্রার্থীদের মধ্যে কঠিন লড়াই

জেলা পরিষদ নির্বাচন : মঠবাড়িয়ায় সদস্য ও সংরিক্ষত নারী প্রার্থীদের মধ্যে কঠিন লড়াই

বিশেষ প্রতিনিধি >
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়া উপজেলায় সাধারণ সদস্য, নারী সদস্য প্রার্থীরা আ’লীগের দলীয় প্রার্থী হওয়ায় ভোটাররা চরম বিপাকে পড়েছে। কাকে রেখে কাকে ভোট প্রদান করবেন এনিয়ে চলছে নানা বিশ্লেষন। আওয়ামীলীগ নেতাকর্মীরা এমনকি ভোটাররা প্রার্থীদের নিয়ে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছেন। তাছাড়া চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন মহারাজ মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভোট কারচুপির আশংকা করে ভোটের দিন প্রতিটি কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট নিয়োগের দাবী জানিয়েছেন। এদিকে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন মঠবাড়িয়াসহ ৭উপজেলার জেলার প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শন করে আইনশৃঙ্খলা সভা করে ভোটার ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন।
এ নির্বাচনে মঠবড়িয়ায় উপজেলায় সংরক্ষিত আসনে ২ মহিলা সদস্য ও ২টি ওয়ার্ডে ৭জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ইতিমধ্যে মঠবাড়িয়া সদর, পৌর সভা , দাউদখালী ও টিকিকাটা ইউনিয়ন নিয়ে ওয়ার্ড-১৪ সদস্য পদে মঠবাড়িয়া মহিউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ আজিম উল হক সদস্ পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়া উপজেলাকে ৩টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। মিরুখালী, ধানীসাফা, তুষখালী ও বড়মাছুয়া ইউনিয়ন নিয়ে ওয়ার্ড-১৩, মঠবাড়িয়া পৌরসভা, মঠবাড়িয়া সদর, দাউদখালী ও টিকিকাটা ইউনিয়ন নিয়ে ওয়ার্ড-১৪ এবং বেতমোর, আমড়াগাছিয়া, গুলিসাখালী ও সাপলেজা ইউনিয়ন নিয়ে ওয়ার্ড-১৫ গঠন করা হয়েছে। এছাড়া মঠবাড়িয়া পৌরসভা ও ১১ ইউনিয়ন নিয়ে সংরক্ষিত মহিলা ওয়ার্ড-০৫ গঠন করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে শুধু জনপ্রতিনিধিরাই ভোটার হওয়ায় মঠবাড়িয়া উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫৯ জন। ১৪নং ওয়ার্ডে অধ্যক্ষ আজিম-উল-হক বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হওয়ায় ১৩ ও ১৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৭ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে দুই জন প্রার্থী।

ওয়ার্ড-১৩’র প্রার্থীরা হলেন ২নম্বর ধানীসাফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিয়া মোঃ ফারুক (টিউবওয়েল), উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সি (তালা), মোঃ আলমগীর হোসেন (হাতী) ও মজিবর রহমান (অটোরিকশা) এবং ওয়ার্ড-১৫’র প্রার্থীরা হলেন ১০ নং হলতা গুলিসাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হাওলাদার (তালা), ৮নং আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফরাজীর সহধর্মীনি যায়েদা আফরোজ (টিউবওয়েল) ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ খান(হাতী) প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষে লড়ছেন।
অন্যদিকে সংরক্ষিত মহিলা ওয়ার্ড-৫ এ লড়াই করছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের সহধর্মীনি সাবিনা ইয়াসমিন (ফুটবল) ও ৬নং টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের সহধর্মীনি সালমা বেগম (দোয়াত কলম) প্রার্থী পেয়েছেন।

সদস্য প্রার্থীরা সবাই আওয়ামীলীগের নেতা ও আওয়ামীলীগ পরিবারের সদস্য। ফলে সদস্যদের মধ্যে লড়াই হচ্ছে একই দলের প্রার্র্থীদের মধ্যে ।
প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়সহ ভোট প্রার্থনা করেছেন। ব্যস্ত সময় পার করছেন নিজের জয় লাভের বিষয়টি নিশ্চিত করতে। শহরে পোষ্টার, ফেষ্টুনে ছেয়ে গেছে। জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে কোন উৎসাহ আমেজ কাজ না করলেও সচেতন মানুষের মাঝে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ ও অফিস পাড়া এখন সরগরম বেশী।
পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জানান, জেলা পরিষদ র্নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। নির্বাচনে ১৫টি ওয়ার্ডে ১৫টি ভোট কেন্দ্র থাকবে। এ নির্বাচনে ৭৩৪ জন জনপ্রতিনিধি তাদের ভোট প্রদান করবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...