ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে আন্তজার্তিক অভিবাসী দিবস পালিত : কাউখালীর সর্বোচ্চ রেমিটেন্স দাতা এম,এ মান্নান মিঠুকে সম্মাননা

পিরোজপুরে আন্তজার্তিক অভিবাসী দিবস পালিত : কাউখালীর সর্বোচ্চ রেমিটেন্স দাতা এম,এ মান্নান মিঠুকে সম্মাননা

কাউখালী প্রতিনিধি >

“উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে” এই বক্তব্য সামনে নিয়ে পিরোজপুরে আন্তজার্তিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পিকলা একাডেমীতে গিয়ে আলোচনা সভা ও সর্বোচ্চ রেমিটেন্স দাতাকে সম্মাননা স্মারক প্রধাণ অনুষ্ঠানে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ। অনুষ্ঠানে বক্তব্য দেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হাসান, সোনালী ব্যাংকের পিরোজপুর শাখার ব্যবস্থাপক আব্দুস সালাম হাওলাদার, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যাবস্থাপক সুদীপ দাস প্রমুখ।

উল্লেখ্য এবার পিরোজপুর জেলায় তিনজন সর্বোচ্চ রেমিটেন্স দাতাকে সম্মাননা স্মারক দেয়া হয়। এরমধ্যে জেলায় রেমিটেন্স দাতা হিসেবে প্রথম হয়েছেন কাউখালী উপজেলার সৌদি প্রবাসী এম,এ মান্নান মিঠু।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...