ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আজকের মঠবাড়িয়া অনলাইনের ২০১৭ সালের ইংরেজী নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

আজকের মঠবাড়িয়া অনলাইনের ২০১৭ সালের ইংরেজী নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

মো. মেহেদী হাসান >
মহান বিজয় দিবসে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে প্রকাষিত অন্যধারার অনলাইন পত্রিকা আজকের মঠবাড়িয়ার ২০১৭ সালে ইংরেজী নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। আজ শুক্রবার মহান বিজয় দিবসে মঠবাড়িয়া কে.এম লতিফ ইনস্টিটিউশনের শহীদ মিনার মঞ্চে এ ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।
মঠবাড়িয়া কেএম লতিফ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা খান বাহাদুর আব্দুল লতিফ চেধৈুরীর নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের অধ্যাপক ড. শারমীন হক আজকের মঠবাড়িয়ার ক্যালেন্ডারের মোড় উন্মোচন করেন।calender-2
এসময় কেএম লতিফ ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সদস্য মো. সালাউদ্দিন ফারুক, মো. নাসিরুল ইসলাম, সাবিনা ইয়াসমীন, বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, শিক্ষক মো. নূরুল ইসলাম, মো. আজম্মেল হোসেন, সুজিত বিশ্বাস ,আয়শা খানম দেবব্রত হালদার, সাংবাদিক এসবি খান বাবু, আজকের মঠবাড়িয়ার উপদেষ্টা সম্পাদক দেবদাস মজুমদার, নির্বাহী সম্পাদক মো. রাসেল সবুজ, সাহিত্য সম্পাদক মেহেদী হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করে অধ্যাপক ড. শারমীন হক বলেন, আজকের মঠবাড়িয়া একটি অন্যধারার অনলাইন । এ অনলাইনের নতুন বছরের রঙিন একটি ক্যালেন্ডার প্রকাশ একটি সৃজনশীল কাজ। আশা করছি আজকের মঠবাড়িয়া এ উপকূলের জনজীবন,ইতিহাস ঐতিহ্য তুলে ধরে আপনর জনপদকে সমৃদ্ধ করবে।

মোড়ক উন্মোচন শেষে মঠবাড়িয়ার সকল স্তরের মানুষ ও প্রতিষ্ঠানে েবিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...