ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সাদা কাঁক (মেহেদী হাসান) এর স্বাধীনতার শব্দাবলী

সাদা কাঁক (মেহেদী হাসান) এর স্বাধীনতার শব্দাবলী

অ নু প্রে র ণা র মি ছি ল

সাদা কাঁক (মেহেদী হাসান)

ফুলে ফেঁপে ওঠা একটা ঢেউ;

মুক্তো দানার চেয়ে বেশি উজ্জ্বলতা; কতো হাসিমুখ ।

বিজয় উল্লাসমগ্ন রাষ্ট্র; আজ বিজয় দিবস;সর্বস্তরে উৎসবের আমেজ ।

সবুজ পতাকা আচ্ছাদিত একটা মিছিল ধেয়ে আসছে ময়দানের দিকে;

বেয়নেটে বাঁধা লাল সবুজের পতাকা ।

পথ এবং অন্যান্য কাঁপছে ; আমি এবং আমার হৃদয় শিহরণে কেঁপে উঠি,

আমার রক্তকণিকা জুড়ে অদ্ভুত উন্মাদনা ।

ঢেউ লাগা এই বিজয় মিছিলের তালে আমার অন্তরাত্মা অভুতপূর্ব নেচে ওঠে,

আমি শুষে নিচ্ছি মুক্তির একটা অনাস্বাদিত নিঃশ্বাস ।

বীরযোদ্ধা ,

বিশ্বাস করুন আমি নিজেকে সামলাতে পারিনা,

বারবার ইচ্ছে করে আমি হানাদার পিশাচ হত্যা করি ।

সেই উনিশ একাত্তরের রণাঙ্গনে; উত্তাল সংগ্রামী হৃদয় অস্ত্র হাতে সাহসী; সংগ্রামী চেতনায় টগবগ রক্ত।

আমি চাই এই পতাকা হাতে নিতে; বন্দুকের নলে পতাকা— মাথা উঁচু করে দম্ভ নিয়ে উড়াতে চাই ,

আমি চাই একজন মুক্তিযোদ্ধা হতে ।

আমি খুব কোরে চাই শ্লোগান মুখোরিত সেই একটা রাজপথ,

“বীর বাঙালী অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো ”

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...