ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বিজয় দিবসে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠগারের পাঠচক্র প্রাণ ফিরে পাচ্ছে

বিজয় দিবসে মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠগারের পাঠচক্র প্রাণ ফিরে পাচ্ছে

দেবদাস মজুমদার >

পিরোজপুরের মঠবাড়িয়ার একমাত্র শেরে বাংলা সাধারণ গাঠাগারটি প্রায় এক যুগেরও অধিক সময় ধরে স্থবির হয়ে পড়েছিল। পাঠাগারে পাঠ পরিবেশ না থাকা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব দেখা দিলে এটি হয়ে পড়ে পাঠক বিহিন পাঠাগার। পাঠাগারে পাঠ নেই এ অভাব স্থানীয় কিছু তরুণ সমাজকে নাড়া দিলে তারা গড়ে তোলেন পাঠাগার আন্দোলন নামে একটি সামাজিক সংগঠন। সংগঠনটি শুরু হয় অনলাইনে । এ আন্দোলনে আরও যুক্ত হয় বেশ কিছু তরুণ ও সামাজিক সংগঠন। উপজেলা নাগরিক কমিটি, জাগো লক্ষ নূর হোসেন, সবুজ বাংলা, ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের কর্মীসহ স্থানীয় অনলাইন পত্রিকা আজকের মঠবাড়িয়া্ ও মঠবাড়িয়া নিউজ ডট কম পরিবার। সবাই মিলে পাঠগারটি চালুর জন্যে আন্দোলনের মাধ্যমে উপজেলা প্রশাসনকে উদ্যোগী করে তোলেন। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিনের আন্তরিক প্রচেষ্টায় পাঠাগারে একটি বিশেষ সভা করে মহান বিজয় দিবসে এ জনগুরুত্বপূর্ণ পাঠাগারটির পাঠ পরিবেশ ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়। সে অনুযায়ী আগামীকাল বিজয় দিবসে আনুষ্ঠানিক নতুন যাত্রা শুরু হবে। এতে পাাঠাগারটিতে পাঠকের বই বড়ার জন্য নিয়মিত যাতায়াতের পথ সুগম হবে।

মঠবাড়িয়া পাঠাগার আন্দোলনের অন্যতম উদ্যোক্তা রাসেল সবুজ ও তরুণ কবি মেহেদী হাসান জানান, মহান বিজয় দিবসে পাঠাগারটি নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। আনুষ্ঠানিকভাবে পাঠাগারের পাঠচক্র উদ্বোধন করা হবে। বিকাল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন পাঠাগারের পাঠচক্রের উদ্বোধন করবেন।

উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও পাঠাগার সুরক্ষ কমিটির আহবায়ক নূর হোসাইন মোল্লা আগামীকাল বিকাল তিনটায় পাঠাগারের পাঠচক্র উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিযেছেন।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...