ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করনে কাউখালীতে সু-না-ম’র মানবাধিকার প্রশিক্ষন

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করনে কাউখালীতে সু-না-ম’র মানবাধিকার প্রশিক্ষন

কাউখালী প্রতিনিধি >
পিরোজপুরের কাউখালীতে ‘সুরক্ষা,নাগরিক অধিকার ও মর্যাদা (সু-না-ম)’ এর উদ্যোগে দুইদিন ব্যাপী মানবাধিকার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ভাষাগত, সাংস্কৃতিগত এবং জাতিগত সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করন এবং সংবিধানের আলোকে সকল প্রকার নাগরিক অধিকার প্রাপ্তি, আইনের আশ্রয় লাভ, সম্পত্তি ও সম্ভ্রম এবং সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ‘সুরক্ষা,নাগরিক অধিকার ও মর্যাদা (সু-না-ম)’ কাউখালী উপজেলা শাখা এ প্রশিক্ষনের আয়োজন করে।
সোমবার সকালে উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ হলে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। দুইদিন ব্যাপী প্রশিক্ষনে উপজেলার ২৩জন প্রশিক্ষনার্থীদের মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, শারি’র প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু । সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে উপস্থিত থেকে সনদ বিতরন করেন, উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সু-না-মের এডভোকেসি অফিসার পলাশ দাস, পিরোজপুর জেলা ফোকাল পার্সন খালিদ আবু, জেলা প্রাথমিক শিক্ষ সমিতির সাধারণ সম্পাদক সুব্রত রায়।
বর্তমান সময়ের ক্রান্তিকালে সাম্য ও মৈত্রির বাহন হিসাবে যুব সমাজকে মানবাধিকার কর্মী হিসাবে গঠনকরে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাড়ানো এবং ভাষাগত, সাংস্কৃতিগত এবং জাতিগত সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করনে তরুন সমাজকে নিয়ে মানবাধিকার সুরক্ষক দল তৈরী জন্য এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতকরন প্রকল্পের সহায়তায় দেশের ইতোমধ্যে দক্ষিনাঞ্চলের ৪টি জেলার ১৬টি উপজেলায় ‘সুরক্ষা,নাগরিক অধিকার ও মর্যাদা (সু-না-ম) কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...