ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ১০২ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত : মঠবাড়িয়ার সাফা ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

১০২ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত : মঠবাড়িয়ার সাফা ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়া সাফা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের গাফলতির কারণে ভর্তিকৃত ১০২ জন শিক্ষার্থীর পড়াশুনা অনিশ্চিত হয়ে পড়েছে। স্নাতক ১ম বর্ষের ভর্তির সময় শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন ফি অন্যান্য খরচ দিলেও কর্তৃপক্ষের গাফলতির কারণে রেজিষ্ট্রেশন না হওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ করেছে। আজ বুধবার ক্ষতিগ্রস্ত ১০২ জন ¯œাতক শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি ধানীসাফা বাজার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্দ শিক্ষার্থীরা উপজেলা চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করে।

ভূক্তভোগি শিক্ষার্থীদের অভিযোগ , সাফা ডিগ্রি কলেজের ২০১৫-১৬ শিক্ষা-বর্ষে ১০২ জন শিক্ষার্থী স্নাতক ১ম বর্ষে ভর্তি হয়। ভর্তির সময় শিক্ষার্থীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রনজিৎ চন্দ্র মিস্ত্রী ও ভর্তি কমিটির আহবায়ক প্রভাষক বাদশা মিয়ার কাছে জনপ্রতি রেজিষ্ট্রেশন ও অন্যান্য খরচ বাবদ ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা প্রদান করেন। ওই টাকা নির্ধারিত সময়ে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জমা না দেয়ায় তাদের রেজিষ্ট্রেশন হয়নি। রেজিষ্ট্রেশন না হওয়ায় বর্তমানে ফরম পূরন করতে না পেরে শিক্ষার্থীদের পড়াশুনা অনিশ্চিত হয়ে পড়েছেন।

এ ব্যাপারে ভর্তি কমিটির আহবায়ক প্রভাষক মো. বাদশা মিয়া বলেন, আমি ওই সময় কলেজের কাজে ব্যস্ত থাকায় রেজিষ্ট্রেশনের ব্যাপারে খোঁজ রাখতে পারিনি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রনজিৎ চন্দ্র মিস্ত্রী’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সাফা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ বলেন, তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ভর্তি কমিটির আহবায়কের অবহেলার কারণে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন সম্ভব হয়নি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি অসহায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন বলেন, আমি এখনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...