ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পিরোজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে বলেশ্বর ঘাট শহীদ বেদীতে পিরোজপুর প্রেসক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্দ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।

আলোচনায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক এ্যডভোকেট এম এ মান্নান, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল আকন, সিভিল সার্জন ডা: মো ফকরুল আলম, সহকারি পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হোসেন, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি মাহামুদ হোসেন শুকুর, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, আফতাবউদ্দিন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিদা বারেক প্রমুখ। বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের মুক্তিযুদ্ধের নয় মাস এবং সর্বশেষ ১৪ ডিসেম্বর রাজাকার আলবদর, আল সামস্ বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর নির্দেশে নির্মমভাবে হত্যা করে এদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ইতিমধ্যেই যুদ্ধপরাধীধের বিচার শুরু করে কয়েকজনের দন্ড কার্যকর করেছেন এবং বুদ্ধিজীবি হত্যাকারী মুজাহিদ এর ফাঁসির রায় কার্যকরী হওয়ায় শহীদ বুদ্ধিজীবীদের পরিবার অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলেছে। pirojpur-pic-03

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...