ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভান্ডারিয়া হানাদার মুক্ত দিবস আজ

ভান্ডারিয়া হানাদার মুক্ত দিবস আজ

দেবদাস মজুমদার >
আজ মঙ্গলবার( ১৩ ডিসেম্বর ) পিরোজপুরের ভান্ডারিয়া হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলেন। শহরের পোনা নদী তীরের পুরাতন স্টীমারঘাটে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সুবেদার আব্দুল আজিজ সিকদারের নেতৃত্বে অর্ধশত মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে পোনা নদীতে অবস্থানরত পাকহানাদারের গানবোর্ড লক্ষ করে গুলি বর্ষণ করে । জবাবে হানাদারবাহিনী পাল্টা গুলি চালায়। সশস্ত্র মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর গানবোট ডুবানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা ভান্ডারিয়া শহর থেকে চার কিলোমিটার দুরে ভিটাবাড়িয়া গ্রামের পোনা নদীর মুখে শিয়ালকাঠী এলাকায় প্রতিরোধের জন্য ঘাঁটি গড়েন। এসময় তাঁদের সাথে আরও কিছু মুক্তিযোদ্ধা যোগ দিলে শক্তি বৃদ্ধি হয়। মুক্তিযোদ্ধারা হানাদারদের গানবোট ডুবিয়ে হানাদারদের ওপর সশস্ত্র হামলার পরিকল্পনা করে। সে অনুযায়ী মুক্তিযোদ্ধাদের মূহুর্মূহু গুলিতে গানবোটের তলা ছিদ্র হয়ে ডুবে যায়। একটি গানবোট কঁচা নদীতে ডুবে গেলে পাকহানাদাররা পিছু হটে যায়। ঘটনাস্থলে পাকহানাদারের কয়েকজন সদস্য নিহত হয়। এইদিন ভান্ডারিয়া সম্পূর্ণ হানানাদার মুক্ত হয়।

এইদিনে ভান্ডারিয়ার সকল মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে পরে মুক্তিযোদ্ধা জনতা মিলে জয়বাংলা ধ্বনিতে বিজয় মিছল করে উল্লাস প্রকাশ করে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সুবেদার আব্দুল আজিজ সিকদার জানান, শহরের বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প গঠন করা হয়। অপরদিকে সদর ইউনিয়ন পরিষদ ভবনে হানাদার বাহিনী ক্যাম্প গঠন করে। হানাদার বাহিনী শহরের ব্যাপক লুটপাট ও অগ্নি সংযোগ করে। ভান্ডারিয়া বন্দর পুড়িয়ে দেয় । হানাদার বাহিনী ব্যাপক ধড়পাকার চালিয়ে কচা নদী তীরের বর্তমান হাসপাতাল সংলগ্ন নদী তীরে শত শত মানুষেকে গুলি করে হত্যা করে। এছাড়া পশারিয়া বুনিয়া গ্রামে একটি পরিত্যাক্ত বাগানে স্থানীয় ২৫জন হিন্দু বাঙালীতে নির্বিচারে গুলি করে হত্যা ।
তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য আজও ভান্ডারিয়ার দুটি বধ্যভূমিতে স্তৃতিস্তম্ভ নির্মাণ তো দুরের কথা একটি স্মৃতি ফলকও নির্মাণ করা হয়নি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...