ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের শীতার্ত শিশুদের শীতবস্ত্র বিতরন সহায়ক তহবিলে মোট জমার পরিমান ১,২৯,২০০ টাকা

মঠবাড়িয়ায় ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের শীতার্ত শিশুদের শীতবস্ত্র বিতরন সহায়ক তহবিলে মোট জমার পরিমান ১,২৯,২০০ টাকা

সাংস্কৃতিক প্রতিবেদক :

পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘ছোট্ট মনুদের জন্য ভালবাসা’ সংগঠন অসহায় দুঃস্থ সুবিধা বঞ্চিত শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন সহায়তা তহবিলে মোট জমার পরিমান ১,২৯, ২০০ /- টাকা ( এক লাখ উনত্রিশ হাজার দুইশত টাকা) । কর্মসূচীতে সংগঠন কর্তৃক ঘোষিত ২১ দিনের অস্থায়ী ফান্ডে ২১ দিনে( ৩ সপ্তাহ) এ পরিমান অর্থ জমা পড়েছে। এখন পর্যন্ত যারা তাদের মানবিক দৃষ্টিকোন থেকে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেনঃ
সংগঠনটির কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা শিকদার ৫০০০/- টাকা. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাসেল খান – ৫০০০/- টাকা. দপ্তর সম্পাদক মো. আইয়ুব -৬০০০/- টাকা. সমাজ কল্যান সম্পাদক মো‘ হানিফ মাতুব্বর ৫০০০/- টাকা. সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম তালুকদার ২০০০/- টাকা. সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য মো. আবু জাফর শেখ ৬০০০/- টাকা.. ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত জমাদ্দার -১০০০/- টাকা.. মঠবাড়িয়া সদর ইউনিয়ন কমিটির সদস্য মো. জিহাদুল ইসলাম ৩০০০/- টাকা, সৌদি প্রবাসি শুভাকাঙ্খি মো. নজরুল ইসলাম -২০০০/- টাকা,। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একজন ৫০০/- টাকা ও নাম প্রকাশে অনিচ্ছুক একজন ১০,০০০/- টাকা সহায়তা প্রদান করেছেন।

চলতি সপ্তাহে সংগঠনের শুভাকাঙ্খী সুমাইয়া আক্তার ১০০০/- টাকা। সংগঠনটির কার্যনির্বাহী সংসদের রিয়াজ মুহম্মদ (ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক) ৫২০০/- টাকা। মোঃ নাসির হাওলাদার (যুগ্ন সম্পাদক) ৩০০০/- টাকা। মোঃ মোশাররফ হোসেন (ক্রীড়া সম্পাদক) ৩০০০/- টাকা। সংগঠনের সম্মানীত উপদেষ্টা পরিষদ সদস্য মোঃ রিয়াজ উদ্দীন ৭,০০০/- টাকা। মোঃ সোহেল রানা ৬০০০/- টাকা। কামরুল ব্যাপারী ৫০০০/- টাকা। দীদার আলম ৫০০০/- টাকা। সংগঠনের শুভাকাঙ্ক্ষী কামরুল হাসান লিটন ৫০০০/- টাকা। ইউসুফ আলী(পাথরঘাটা)২০০০/- টাকা। জামাল মল্লিক(কুয়েত প্রবাসী) ১০০০/- টাকা। গোলাম মোস্তফা(তাফালবাড়িয়া) ১০০০/-টাকা। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক ১ জন ১০০০/- টাকা প্রদান করেছেন।

চলতি সপ্তাহে যারা তাদের মানবিক দৃষ্টিকোন থেকে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন, সংগঠনের কার্যনির্বাহী সংসদের ,মোঃ অলিউল্লাহ (সিনিয়র সহসভাপতি) ৫০০০/- টাকা। মোঃ নাসির আকন ( তথ্য ও গবেষনা সম্পাদক) ৩০০০/- টাকা মোঃ শাহাদাৎ হোসেন( শিক্ষা ও সাহিত্য সম্পাদক) ২৫০০/- টাকা। মোঃ অারিফুর রহমান জাবের (গনসংযোগ সম্পাদক) ৪০০০/- টাকা। সংগঠনের সম্মানীত উপদেষ্টা পরিষদ সদস্য জনাব মোঃ রুম্মান ৬,০০০/- টাকা। মীম মাহি ২০০০/-টাকা। ঢাকা মহানগর শাখার ’ সাইফুল ইসলাম মাসুদ (সহ-সভাপতি) ১০০০/- টাকা। মোঃ রাজু (সহ-সভাপতি) ৫০০/- টাকা। মোঃ মারুফ হাসান (সাধারন সম্পাদক) ১৫০০/- টাকা। মোঃ আরিফ হাসান (যুগ্ন সম্পাদক) ৫০০/- টাকা। মুসা সোহান (সাংগঠনিক সম্পাদক) ৫০০/- টাকা। মঠবাড়িয়া উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক জনাব, মোঃ রিপন আহম্মেদ মুন্না ১০০০/- টাকা। “দাতা সদস্য” জনাব, সাব্বির আহম্মেদ ৫০০০/- টাকা। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক ১ জন ৬,০০০/- টাকা প্রদান করেছেন।

তিন সপ্তাহে শীতবস্ত্র সহায়ক তহবিলে মোট জমার পরিমান ১,২৯, ২০০ /- টাকা ( এক লাখ উনত্রিশ হাজার দুইশত টাকা) ।

সংগঠনের মহাসচিব জনাব রাহাত রেজা আমাদের জানান কার্যক্রমের সফলতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের বিশেষ আলোচনার মাধ্যমে আগামী ১৮/১২/২০১৬ইং তারিখ পর্যন্ত এই অস্থায়ী ফান্ডের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আশা করা যায় যে সংগঠনটির ঘোষিত অস্থায়ী ফান্ডে অবশিষ্ট দিনগুলোর মধ্যে মানবিক গুনাবলী বিশিষ্ট আরো অনেকেই সহানুভূতির হাত বাড়িয়ে দেবেন।

সংগঠনের উপদেষ্টা পরিষদের মুখপাত্র কুয়েত প্রবাসী জনাব. রিয়াজ উদ্দিন (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) জানান, সকলে মিলে এ মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলে মঠবাড়িয়ার অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য পর্যাপ্ত শীত পোষাক দিয়ে শিশুদের শীত কষ্ট থেকে রক্ষা করা যাবে ।

তিনি সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করে বলেন,আমরা আশা করছি সংগঠনের ঘোষিত অস্থায়ী ফান্ডে অবশিষ্ট দিনগুলোর মধ্যে মানবিক গুনাবলী সম্পন্ন অনেকেই সহানুভূতির হাত নিয়ে এগিয়ে আসবেন।

উল্লেখ্য সামাজিক সংগঠন ‘ছোট্ট মনুদের জন্য ভালবাসা’ সংগঠন এর এ কর্মসূচি বাস্তয়নে মিডিয়া সহায়তাকারী হিসেবে রয়েছে অনলাই মিডিয়া আজকের মঠবাড়িয়া ও মঠবাড়িয়া নিউজ ডট কম ।

Leave a Reply

x

Check Also

পিরোজপুরে মাদক মামলার হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি! সাইকেল সহ চোর আটক

পিরোজপুর প্রতিনিধি 🔴 পিরোজপুর আদালতে একটি মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্ত¡র থেকে এক ...