ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভান্ডারিয়ার উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র রিয়াজুল অপহৃত হয়নি নিজেই পলাতক ছিল

ভান্ডারিয়ার উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র রিয়াজুল অপহৃত হয়নি নিজেই পলাতক ছিল

 

মো. ফারুক হোসেন খাঁন, কাঁঠালিয়া( ঝালকাঠি)প্রতিনিধি :

পিরোজপুরের ভান্ডারিয়ার রাধানগর শাহাব উদ্দিন ফাযিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র রিয়াজুল ইসলাম ফরাজি অপহৃত হননি নিজেই পালিয়ে ছিলেন। আজ বৃস্পতিবার পুলিশের নিকট ১৬১ ধারায় ও ম্যাজিষ্ট্রেটের নিকট ১৬৪ ধারায় রিয়াজুল জানায় জমিজমা নিয়ে প্রতিপক্ষদের সাথে বিরোধে থাকায় তাদের ভয়ে নিজ ইচ্ছায় পালিয়ে যায় সে। রিয়াজুল ইসলাম ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বলতলা গ্রামের মোস্তফা ফরাজীর ছেলে । সে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার শাহাব উদ্দিন ফাযিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র। সে গত ২৪ এপ্রিল ভান্ডারিয়া শহরে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়
পুলিশ রিয়াজুলকে নয় মাস পরে বুধবার ঢাকা থেকে উদ্ধার করে।

কাঁঠালিয়া থানা সূত্রে জানাগেছে, সাত মাস আগে নিখোঁজ ওই মাদ্রাসা ছাত্রের পরিবার রিয়াজুল নিখোঁজ বিষয়ে ঝালকাঠির কাঁঠালিয়া থানায় একটি সাধারন ডায়রি করেছিলেন। ওই জিডির সাত মাস পর রিয়াজুলের বাবা মোস্তফা ফরাজী বাদী হয়ে গত ১১ নভেম্বর ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রনাল-১ আদালতে ভান্ডারিয়া উপজেলার রাধানগর (বারিধারা) মাফছার উল-উলুম দাখিল মাদ্রাসার সুপার মো. নূর জালালসহ ১০ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন । গত ২৪ এপ্রিল সে ভান্ডারিয়া শহরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় । পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজেও সন্ধান পায়নি মর্মে ওই ছাত্রের বাবা মোস্তফা ফরাজী গত ৩১ জুলাই কাঠালিয়া থানায় একটি সাধারন ডায়েরী করেন (যার নং-১১৭৬)।
পরে রিয়াজুলের বাবা মোস্তফা ফরাজী বাদী হয়ে গত ১১ নভেম্বর ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রনাল-১ আদালতে ভান্ডারিয়া উপজেলার রাধানগর (বারিধারা) মাফছার উল-উলুম দাখিল মাদ্রাসার সুপার নুরজালালসহ ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
বুধবার সকালে শুলশান থানা পুলিশ ব্রাক ব্যাংকের গুলশান শাখা থেকে রিয়াজুলকে উদ্ধার করে। সে এলাকা থেকে পালিয়ে গিয়ে ওই শাখায় সিকিউরিটি গার্ড পদে চাকুরি করছিল ।

কাঁঠালিয়া থানার উপ পরিদর্শক মো.আবদুস সালাম জানান, উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র রিয়াজুলকে আদালতে হাজির করলে সে জবাবন্দীতে অপহরণ নয় নিজেই পলাতক ছিল বলে স্বীকার করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...