ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভান্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প

ভান্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প

ভান্ডারিয়া প্রতিনিধি >

পিরোজপুরের ভান্ডারিয়ায় আজ মঙ্গলবার বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে ভান্ডারিয়ার গেীরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
্উপজেলা চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম উজ্জল এ ক্যাম্পের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, গৌরিপুর ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো. শহীদুল ইসলাম, বিএনএসবি চক্ষু হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা মীর মিজানুর রহমান, কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল হাসান ও গোলাম আজম প্রমূখ।

চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডা. জোবায়ের রিয়াল ও ডা. আয়ন সেনের সমন্বয়ে গঠিত মেডিকেল টীম দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে ৭০০ দরিদ্র চক্ষু রোগিকে চিকিতসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন। এছাড়া ১২০জন দরিদ্র চক্ষু রোগিকে বিনামূল্যে অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...