ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মরমী গানের স্রষ্টা কবিয়াল বিজয় সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ

মরমী গানের স্রষ্টা কবিয়াল বিজয় সরকারের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >

 

‘এ পৃথিবী যেমন আছে, তেমনিই ঠিক রবে/ সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে…’ এ ধরনের অসংখ্য মরমি গানের স্রষ্টা কবিয়াল বিজয় সরকার। তাঁর ৩১তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার (৪ ডিসেম্বর)।

বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদরের ডুমদী গ্রামে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর-সংগীতের জন্য তিনি ‘সরকার’ উপাধি লাভ করেন। বিজয় সরকারের দুই স্ত্রী বীণাপাণি ও প্রমোদা অধিকারীর কেউই বেঁচে নেই। সন্তানদের মধ্যে কাজল অধিকারী, বাদল অধিকারী ও বুলবুলি অধিকারী বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করছেন।

বিজয় সরকার তাঁর জীবদ্দশায় প্রায় এক হাজার ৮০০ গান লিখেছেন এবং সুর করেছেন। বার্ধক্যজনিত কারণে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতে এই কবিয়াল পরলোকগমন করেন । পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাঁকে সমাহিত করা হয়। গুণী এ শিল্পী ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। প্রিয় কবির মৃত্যুবার্ষিকীকে ঘিরে কয়েক দিন ধরেই তাঁর ডুমদীর বাড়িতে এসে জড়ো হয়েছেন ভক্তরা। সেখানে নানা কর্মসূচি পালন করবে ‘বিজয় সদন’। অন্যদিকে ‘বিজয় সরকার ফাউন্ডেশন’ জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দুই দিনের চারণকবি বিজয় মেলার আয়োজন করেছে। মেলায় বিজয়গীতি প্রতিযোগিতা, কবিগান, জারিগানসহ আরো নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...