ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

পিরোজপুরে আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

 
পিরোজপুর প্রতিনিধি >
“টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭ টি লক্ষ্যে অর্জন করি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৬। আজ শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে শহরের স্বাধীনতা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন কালেক্টর ভবন চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে পুরাতন কালেক্টর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আল মামুন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য্য, বলাকা ক্লাব সাধারণ সম্পাদক ফজলুল করিম সাবু, পল্লী মঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান টিটু প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপে এ জেলায় ১১ হাজার ৮ শত জন প্রতিবন্ধীকে সনাক্ত করে তাদের প্রতিবন্ধী কার্ড প্রদান করা হয়েছে। পিরোজপুরসহ দেশে ১০৩ টি প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্র প্রতিষ্ঠা করে বিশেষজ্ঞ চিকিৎসক এবং অত্যাধুনিক যন্ত্রপাতিতে সুসজ্জিত করে স্ট্রোক-প্যারালাইসিস সহ বিভিন্ন ধরণের থেরাপী এবং স্বাস্থ্য সেবা প্রদাণ করা হচ্ছে।সমাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম জোরদার করা হয়েছে। র‌্যালী ও আলোচনা সভায় প্রতিবন্ধী শিশু তাদের অভিভাবক বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ সরকারি কর্মকর্তা বৃন্দ সহ সমাজের সকল শ্রেণী ও পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...