ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুর জেলা উদীচীর ১১ তম সম্মেলন : এম এ মান্নান সভাপতি- খালিদ আবু সম্পাদক

পিরোজপুর জেলা উদীচীর ১১ তম সম্মেলন : এম এ মান্নান সভাপতি- খালিদ আবু সম্পাদক

 

পিরোজপুর প্রতিনিধি >
‘ জনতার ঐক্য, দানবের দম্ভ ভাঙবেই’ এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পিরোজপুর জেলা সংসদের ১১তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় জেলা উদীচী কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল আকন ও উদীচী সভাপতি এম এ মান্নান।

পরে উদীচী মিলনায়তনে প্রতিনিধি সম্মেলনে জেলা উদীচীর সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের কোষাধ্যক্ষ বিমল মজুমদার, কেন্দ্রীয় সংসদের সদস্য হাসান তারেক। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি অ্যাডভোকেট দিলীপ পাইক, মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক উদয় শংকর ভক্ত, কাউখালী শাখার সভাপতি জাহাঙ্গির হোসেন ফারুক, নাজিরপুর শাখার মো. লুৎফর রহমান, ভান্ডারিয়া শাখার জাহিদ পাহলোয়ান এবং জেলা সংসদের সহ সভাপতি সর্বানী সাহা ।

বক্তারা বলেন, উদীচী এই দেশের বৃহত সাংস্কৃতিক সংগঠন। উদীচী অর্থই হচ্ছে ধ্রুবতারা, যাকে দেখে সবাই গতিপথ ঠিক করবে। উদীচীর শানিত অস্ত্র গণসংগিত,নাটক,নাচ ও আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণজাগরন সৃস্টি করে এ দেশ থেকে সকল প্রকার সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জেলা সাধারণ সম্পাদক খালিদ আবুর সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে জেলার চারটি উপজেলা শাখার প্রতিনিধি সহ পিরোজপুর উদীচীর সদস্যরা অংশগ্রহণ করেন। pirojpur-picture-udichi-04
কাউন্সিল অধিবেশন শেষে সর্ব সম্মতিতে আগামী দু’বছরের জন্য অ্যাডভোকেট এম এ মান্নানকে সভাপতি ও আজকের মঠবাড়িয়ার পিরোজপুর প্রতিনিধি খালিদ আবুকে সাধারণ সম্পাদক এবং বাদল সাহাকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৪৫ সদস্যের জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়।
পরে উদীচীর ভাই-বোনেরা গনসংগিত পরিবেশন করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...