ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে ৪জন চেয়ারম্যানপ্রার্থী ১৬জন সংরক্ষিত নারী প্রার্থী এবং ৭১ জন্য সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

পিরোজপুরে ৪জন চেয়ারম্যানপ্রার্থী ১৬জন সংরক্ষিত নারী প্রার্থী এবং ৭১ জন্য সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে আনন্দ মুখর পরিবেশে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং সদস্য পদের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে রির্টানিং অফিসার জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ এর নিকট চেয়ারম্যান পদপ্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা হলেন-বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বর্তমান জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ মো. শাহ আলম। এছাড়া স্বতন্ত্র পদে প্রার্থীরা হলেন- মো. মসিউর রহমান মহারাজ, মো. মহিউদ্দিন মহারাজ ও আব্দুল্লাহ মাসুদ।
সদস্য পদে জেলার ৫টি সংরক্ষিত নারী আসনে ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৭১ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৩জন, ৪নং ওয়ার্ডে ৪ জন এবং ৫নং ওয়ার্ডে ২ জন নারী প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে সাধারণ ওয়ার্ডের ১নং ওয়ার্ডে ৬জন, ২নং ওয়ার্ডে ৬জন, ৩নং ওয়ার্ডে ৩জন, ৪র্ন ওয়ার্ডে ৬জন, ৫নং ওয়ার্ডে ৯জন, ৬নং ওয়ার্ডে ৪জন, ৭নং ওয়ার্ডে ৩জন, ৮নং ওয়ার্ডে ৭জন, ৯ নং ওয়ার্ডে ৩ জন, ১০ নং ওয়ার্ডে ৬ জন, ১১নং ওয়ার্ডে ৪ জন, ১২ নং ওয়ার্ডে ৪ জন, ১৩ নং ওয়ার্ডে ৪ জন, ১৪ নং ওয়ার্ডে ২জন এবং ১৫ নং ওয়ার্ডে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম মনোনয়ণ পত্র জমা দেওয়ার সময় পিরোজপুরের পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এ্যড. এম এ হাকিম হাওলাদারসহ জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...