ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্যের স্বীকৃতি ইউনেস্কোর

মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্যের স্বীকৃতি ইউনেস্কোর

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলা নববর্ষ বরণের ‘মঙ্গল শোভাযাত্রা’।বুধবার ইউনেস্কোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আন্তঃদেশীয় কমিটির একাদশ বৈঠকে ‘রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি’র তালিকায় বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা অন্তর্ভুক্ত হয়েছে। ২০০৯ সালে ‘বাউল সংগীত’ ও ২০১৩ সালে ‘দ্য আর্ট অব জামদানি উইভিং’ ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পায়।

ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় মঙ্গল শোভাযাত্রাকে অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছিল দুই বছর আগে। বাংলা একাডেমি এ বিষয়ে একটি মনোনয়ন নথি তৈরি করেছিল। এরপর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সেটিকে অনুমোদন করে ইউনেসকোতে উপস্থাপন করে। পরে কয়েক দফা সংশোধনের পর ইউনেসকোর সংশ্লিষ্ট কমিটি সেটি অনুমোদন করে।

ইউনেসকো গতকাল তার ওয়েবসাইটে মানবীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে মঙ্গল শোভাযাত্রার তথ্য তুলে ধরার পাশাপাশি এর ইতিহাস ও ছবি প্রকাশ করেছে। এতে বলা হয়, মঙ্গল শোভাযাত্রা উৎসব বাংলাদেশের জনগণের লোকজ ঐতিহ্যের প্রতীক। এটি অশুভ শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াইয়ে সাহস ও শক্তির এবং সত্য ও ন্যায়কে সমর্থন জানানোর নিদর্শন। এটি বর্ণ, মত, ধর্ম, লিঙ্গ বা বয়স নির্বিশেষে জনগণকে একতাবদ্ধ করার এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও এর প্রতি সহমর্মিতারও প্রতীক। এ উৎসবকে ঘিরে কর্মযজ্ঞের মধ্য দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময় হয়ে থাকে। অশুভ শক্তিকে তাড়িয়ে প্রগতিশীলতাকে বিকাশের সুযোগ দেওয়াই এ শোভাযাত্রার লক্ষ্য।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...