ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার শেরে বাংলা সাধারণ পাঠাগারের পাঠ পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ

মঠবাড়িয়ার শেরে বাংলা সাধারণ পাঠাগারের পাঠ পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ

 

সংস্কৃতি প্রতিবেদক >

পিরোজপুরের মঠবাড়িয়ার শেরে বাংলা সাধারণ পাঠাগারটি পাঠ পরিবেশ ফিরিয়ে আনার প্রশাসনিক উধদ্যাগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে একটি কিন্ডারগারেটনের দখলে থাকা পাঠারগারটি রবিবার রাতে ইউএনওর এসএম ফরিদ উদ্দিনের হস্তক্ষেপে স্কুলের দখল মুক্ত করা হয় । এসময় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার আনুষ্ঠানিকভাবে পাঠাগারটির চাবি হস্তান্তর করে সংশ্লিষ্ট কিন্ডারগারেটন কতৃপক্ষ ।

পরে পাঠাগারটির পাঠ পরিবেশ ও পাঠকপ্রিয় করার লক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় মঠবাড়িয়া প্রি-ক্যাডেট ইনষ্টিটিউশনের পরিচলানা পরিষদের সহ-সভাপতি এবিএম ফজলুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন, থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান, নাগরিক কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমাদুল হক খান, নাগরিক কমিটির সদস্য সচিব অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আবদুর রাশেদ, খলিলুর রহমান, শিক্ষক অমল চন্দ্র হালদার, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, প্রি-ক্যাডেট ইনষ্টিটিউশনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, নাগরিক কমিটির সদস্য ও আজকের মঠবাড়িয়া অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. সবুজ রাসেল প্রমূখ।

সভায় আগামী ১৬ ডিসেম্বর মঠবাড়িয়ার শেরে বাংলা সাধারণ পাঠাগারটির আনুষ্ঠানিকভাবে চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় একটি তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...