ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের উদ্যোগে শীতার্ত শিশুদের শীতবস্ত্র বিতরন কর্মসূচী

মঠবাড়িয়ায় ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের উদ্যোগে শীতার্ত শিশুদের শীতবস্ত্র বিতরন কর্মসূচী

সাংস্কৃতিক প্রতিবেদক :

পিরোজপুরের মঠবাড়িয়ায় অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘ছোট্ট মনুদের জন্য ভালবাসা’ সংগঠন অসহায় দুঃস্থ সুবিধা বঞ্চিত শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগে নিয়েছে। এ লক্ষে সংগঠনটি একটি সহায়ক তহবিল গঠন করেছে। কর্মসূচীতে সংগঠন কর্তৃক ঘোষিত ২১ দিনের অস্থায়ী ফান্ডের ৭ দিন সমাপ্ত হয়েছে । এখন পর্যন্ত যারা তাদের মানবিক দৃষ্টিকোন থেকে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেনঃ
সংগঠনটির কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা শিকদার ৫০০০/- টাকা. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাসেল খান – ৫০০০/- টাকা. দপ্তর সম্পাদক মো. আইয়ুব -৬০০০/- টাকা. সমাজ কল্যান সম্পাদক মো‘ হানিফ মাতুব্বর ৫০০০/- টাকা. সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম তালুকদার ২০০০/- টাকা. সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য মো. আবু জাফর শেখ ৬০০০/- টাকা.. ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত জমাদ্দার -১০০০/- টাকা.. মঠবাড়িয়া সদর ইউনিয়ন কমিটির সদস্য মো. জিহাদুল ইসলাম ৩০০০/- টাকা, সৌদি প্রবাসি শুভাকাঙ্খি মো. নজরুল ইসলাম -২০০০/- টাকা,। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একজন ৫০০/- টাকা ও নাম প্রকাশে অনিচ্ছুক একজন ১০,০০০/- টাকা সহায়তা প্রদান করেছেন।

এ পর্যন্ত জমাকৃত অর্থের পরিমান সর্বমোট- ৪৫,৫০০/- টাকা ( পয়তাল্লিশ হাজার পাঁচশত) ।

সংগঠনটির উপদেষ্টা পরিষদের মুখপাত্র কুয়েত প্রবাসী জনাব. রিয়াজ উদ্দিন (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) জানান, সকলে মিলে এ মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলে মঠবাড়িয়ার অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য পর্যাপ্ত শীত পোষাক দিয়ে শিশুদের শীত কষ্ট থেকে রক্ষা করা যাবে ।

তিনি সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করে বলেন,আমরা আশা করছি সংগঠনের ঘোষিত অস্থায়ী ফান্ডে অবশিষ্ট দিনগুলোর মধ্যে মানবিক গুনাবলী সম্পন্ন অনেকেই সহানুভূতির হাত নিয়ে এগিয়ে আসবেন।

উল্লেখ্য সামাজিক সংগঠন ‘ছোট্ট মনুদের জন্য ভালবাসা’ সংগঠন এর এ কর্মসীচি বাস্বায়নে মিডিয়া সহায়তাকারী হিসেবে রয়েছে অনলাই মিডিয়া আজকের মঠবাড়িয়া ও মঠবাড়িয়া নিউজডট কম ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...