ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া আসনে আ.লীগের এমপি পদে তিন প্রবীণ এবং তিন নবীণ নেতার নাম নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়

মঠবাড়িয়া আসনে আ.লীগের এমপি পদে তিন প্রবীণ এবং তিন নবীণ নেতার নাম নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়

বিশেষ প্রতিনিধি >

আসন্ন ১৯ সালে আগামী জাতীয় সংসদ নির্বাচনে (পিরোজপুর ৩ আসন) মঠবাড়িয়া থেকে আওয়ামীলীগর মনোনয়ন পাওয়ার যোগ্য ও আপনি মনোনয়ন পাওয়া উচিৎ বলে মনে করেন? গত ৪ নভেম্বরের অনলাইন পত্রিকা আজকের মঠবাড়িয়ার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান বাবু তার ব্যাক্তিগত ফেসবুক টাইম লাইনেতৃণমূল মতামত চেয়ে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের আসন্ন সংসদ নির্বাচন কে ঘিরে কে পেতে পারেন নৌকা প্রতিকের সমর্থন তার জন্য মতামত চান। এতে মঠবাড়িয়ার অনলাইনে থাকা প্রায় ৪৫০জন তাদের মতামত প্রকাশ করেছেন কমেন্টস বক্সে এছাড়াও গোপন ইনবক্সে প্রায় আর ২০০ মত তবে মতামত দাতাদের বেশির ভাগই তরুণ । মতামত চেয়ে মেহেদী হাসান বাবু বলেন,আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে প্রত্যেকে আওয়ামী লীগের হয়ে মঠবাড়িয়ার জনগণের দুঃখ দুর্দশা দুর করার চেষ্টা করেছেন ও পাশে দাড়িয়েছেন এবং প্রত্যেকে সংসদ সদস্য হয়ে মঠবাড়িয়ার জনগণের পাশে থাকতে চান তবে যাদের পাশে থাকতে চান তার কাকে পাশে পেতে চায়? সেটা জানতেই এমন ফেসবুক পোস্ট দেওয়া হয়েছিল। পোস্টে বেশ কিছু আ.লীগ নেতার ছবিও সংযুক্ত করা হয়। মতামত জানানোর জন্য অনুরোধ জানিয়ে বলা হয় মতামত দাতা প্রয়োজন বিশেষ তিনজন নেতার এর নাম পর্যন্ত লিখতে পারেন । এ পোস্ট দেওয়ার পর ফেসবুকে আলোড়ন সৃষ্টি হয়। অনেকেই খোলাখুলি মত দিয়েছেন। কেউ আবার মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। মতামতে তিন প্রবীণ এবং তিন নবীণ নেতার নাম উঠে এসেছে। প্রবীণ দের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চিকিৎসক নেতা অধ্যাপক ডা. নজরুল ইসলাম নাম বেশ আলোচনায় আলোচনায় আছেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহামেদ ফেরদৌস পাশাপাশি সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ডাঃ আনোয়ার হোসেন এর নাম ও বেশ ভালভাবেই উঠে এসেছে মতামতে নবীন দের মধ্যে আলোচনায়ে আছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুর রহমান তার পাশাপাশি উঠে এসেছে প্রবাসী নেতা ও সাবেক ছাত্রনেতা বর্তমান উপজেলার আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ মাহমুদ ফরাজী ও সনামধন্য ব্যবসায়ী সমাজ সেবক বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. খলিলুর রহমান। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের নাম মতামতে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন।

মতামত দানকারী কয়েকজনের কিছু মতামত এখানে তুলে ধরা হল—

MD Lokman Hossain-এখানে আওয়ামীলীগ এর কোনো প্রার্থী মনে হয় দিবে না আনোয়ার হোসেনের মজ্ঞুর জেপি থেকে মহিউদ্দিন ভাই নমিনেশন পেতে পারেন।

Masum Billah- এখানে সবাই ভালনেতা কিন্তু #আশরাফুর_রহমান_আশরাফ ভাই মনোনয়ন পেলে মঠবাড়ীয়া বাসীর জন্য ভাল কারন….তার কোন মন্ত্রীর/মন্ত্রনলায় যেতে হলে কারো সহযোগীতা লাগবে না । মঠবাড়িয়াবাসী ঢাকাসহ যেকোন যায়গায় সাহসের সাথে মাথা উচু করে কথা বলতে পারবে । সংসদে বলেন আর/যে কোন নেতার সাথে বলেন/যেকোন পরিবেশে/পরিস্থিতিতে /যেকোন যায়গায় তিনি কথা বলতে পারবেন। তিনি শুধু মঠবাড়িয়ায় নয় সারা বাংলাদেশের যেকোন যায়গায় মঠবাড়িয়ার জনগন সমস্যায় পড়লে কিছু করার ক্ষমতা রাখে, কারন তার সব এলাকায় লোক আছে। আর অন্যরা সবাই শুধু মঠবাড়িয়ায় মধ্যে সীমাবদ্ধ

Mohammad Anamul Kabir Miraj- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার অনুসন্ধানের মাধ্যমে যাকে মনোনয়ন দিবে মঠবাড়িয়ার জনগন তাকেই জয়যুক্ত করবে।

Ashikur Rahman- সময় হলেই দেখা যাবে কে পায় , তবে অধ্যাপক ডাঃ এম. নজরুল ইসলাম অথবা আশরাফুর রহমান এদের একজন হলে মঠবাড়িয়ার কিছু উন্নয়ন হবে , এবং জেলা হওয়ার সম্ভাবনা আছে ।

Hajjaj Bin Rashid- আশরাফুর রহমান, অধ্যাপক ডাঃ এম. নজরুল অথবা রফিউদ্দিন আহমেদ ফেরদৌস যে কোন এক জন হলে ভাল হবে।

রাকিব রাহী- অনেক নেতা আছে যাদেরকে জনগনের পাশে পাওয়া যায়না। দেখা যায় তারা থাকে মাথার উপড়ে। অর্থাৎ তাদের বেশীরভাগ সময় দেখা যায় গাছে গাছে।। এক কথায় এদের বলা যায় পোস্টার আর ব্যানার নেতা।। যারা সাধারনের কথা না ভেবে সবসময় নিজের পাব্লিসিটি নিয়া ব্যাস্ত থাকে। অবশ্যই মঠবাড়ীয়ার মানুষ এই ধরনের কাঊকে চাইবেনা। অনেকের আবার দেখা যায় নিজের ঘরের লোকেই পছন্দ করে না। তার আচার আচরনের জন্য।। এমন কেঊ নেতা হোক আমাদের প্রত্যাশা না।।।।।

Gias U Ahmad- নৌকা প্রতীকে উনি হলে কেমন হয়!! ( ডা. রুস্তুম আলীর ছবি দিয়ে কমেন্টস)

Parves Ahmed- যারা ভাল চেয়ারে আছে তাদের তো মানুষ দেখেছে ! কোন নতুন মানুষের মুখ পাওয়া যায় কি না সেটা মঠবাড়িয়া মানুষ ঠিক করবে।

G M Shaker Adnan- আওয়ামীলীগ থেকে আমি দুজন কে সাপোর্ট করবো ডাঃ- আনোয়ার ও আশরাফুর রহমান

Mohi Fuljuri- নজরুল ইসলাম /আশরাফুর রহমান /খলিলুর রহমান Hasanuzzaman Helal- ai lokta doler jonno onek kisu korse but ai loktar sathe sobai bishashgatokota korse. jini ai post apload korsen tate tar picta thaka uch id selo.( আ.লীগ নেতা জনাব মো. আফজাল হোসেনের ছবি দিয়ে মন্তব্য)

Safiq Farazi- এইডা আসলে কেমন তালিকা এখানকার সবাই নেতা কিন্তু এম,পি হওয়ার তালিকাকৃত লিস্ট এতো বড় /মেহেদী

Kishor Kumar Baral- চান কপাল যার তিনি পাবেন টিকিট দলের বিশ্বাস ঘাতক যারা তারা পাবেন না এই রাজ টিকিট

Mohammad Aslam Hossain Elias- মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের দুরদিনের নেতা ছিলেন আফজাল হোসেন। টাকার দিক দিয়ে না হলেও ভোটের রাজনীতিতে তার গুরুত্ব আছে। তালিকার ছবির অনেক নেতার চেয়ে ও পায়সা না খরচ করে ভোট কিন্তু কম পাবে না।

Jasim Uddin- ১৯ সালে যে দলেইর মনোয়ন হোক না কেন পরবর্তী সময়ের হিসাবে করে এমপি পদে নির্বাচিত করা উচিত কার কত অত্র এলাকার উন্নয়নের অবদান বেশী। আমার মতে বর্তমান এমপি সাহেব কে উনি যদি আসেন নির্বাচনে তাকে সবাই দলমত নির্বিশেষে নির্বাচিত করা উচিত। তিনি এলাকার সর্বঅগ্রধিকার ভিত্তিতে কমবেশী তার উন্নয়নের হাতের ছোয়া গোটা মঠবাড়ীয়ায় ১১টি ইউনিয়নে আছে। সুতারং তিনিই হবেন পরবর্তী সংসদ সদস্য দলমত নির্বিশেষে ধন্যবাদ ।

Faisal Mahmud Howlader- এদের মধ্যে ৬ জন ছাড়া আর কেউ মঠবাড়িয়ার রাজনীতিতে সক্রিয় নয় তাই উড়ে এসে জুড়ে বসলে কে কত টুকু সুবিধা নিতে পারবে আমার জানা নাই আর যারা স্হানীয় রাজনীতি সাথে সম্পৃক্ততা কম তাদের দ্ধারা জনগন কত টুকু সুবিধা পাবে বলা বাহুল্য।

Nasirhossain Khalifa- ছবি গুলি দেখে চিন্তায় পরলাম কার পক্ষে যাব । ১।আমার দাদী ছেলে মো. ফেরদৌস ২।তাজউদ্দিন আমার ফুপাতো ভাই ৩।আরিফ চাচা ৪।নজরুল মামু ৫। সেলিম মাতুব্বর ছোট বেলা হতে চেনা জানা কার পক্ষে যাব চিন্তায় পরলাম।

sohag rahoman -ইউসুফ মাহমুদ ফরাজী ভাই সব দিক দিয়ে যোগ্য।ওনি সৎ তাগি ও নিষ্ঠাবান।তিনি সৌদি আরব আওয়ামীলীগের অন্যতম নেতা।

Mehedi Hassan Babu Farazi- যারা অনলাইনে মঠবাড়িয়ার সকলের মতামত আশা করি।ইতি মধ্যে অনেক এই তাদের মতামত দিয়েছেন তাদের কে ধন্যবাদ। তবে আপনাদের দৃষ্টি আর্কষণ করছি হয়তো আরো অনেকে প্রতাশ্যা করনে ছবিতে তাদের নিয়ে আসতে পারিনি এবং প্রতাশ্যা করেন না তাদের ছবি নিয়ে আসছি যদিও আমি লেখার মধ্যে বলেছি এটা আমার ব্যাক্তিগত ধারণা। তবে যদি ছবির বাহিরে কার প্রতাশ্যা করে থাকে তাহলে তার অনুসারীরা নাম লিখতে ভুল করবেন না।
আমি সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন আফজাল কাকার ছবি দিতে ভুলে গেছি সেজন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। তাকে কেউ প্রতাশ্যা করলে কমেন্ট বক্স এ মতামত দিতে পারবেন তবে তাকে নিয়ে ইতি মধ্যে তিনজনে নাম প্রকাশ করেছেন তাদেরকে ধন্যবাদ।
সব মতামত এখানে সংযক্ত করা সম্ভব হলনা। কেননা প্রতিদিনই পোস্টে কমেন্টস পড়ছে। লিংকে সংযুক্ত হয়ে মতামত দিতে চাইলে এখানে ক্লিক করুন- https://mobile.facebook.com/story.php?story_fbid=985076361619032&id=100003500335471&p=110&av=100000003191745&refid=52

সকল মতামত যার যার ব্যাক্তিগত। উল্লেখ্য এটা প্রচলিত অর্থে কোন জরিপ নয়। ফেসবুকে শুধু স্বাধীন মতামতের প্রতিফলন।
তবে নবগঠিত আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা জনগণের সঙ্গে আচরণ খারাপ করবে, যাদের অপকর্মের কারণে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, আগামী নির্বাচনে তাদের মনোনয়ন নিয়ে প্রশ্ন থাকবেই।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...