ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - পিরোজপুরে পাঁচ গুণি শিল্পীকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি

পিরোজপুরে পাঁচ গুণি শিল্পীকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি

 

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরে পাঁচ জন গুনী শিল্পীকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এ পাঁচ গুনী শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্ত পাঁচ জন হলেন, সংগীতে সঞ্জিত কুমার সাহা, লোক সংস্কৃতিতে গৌরাঙ্গ লাল হালদার, নাটকে তাপস ভট্টাচার্য্য, নৃত্যে রেহানা আক্তার বেবী এবং চিত্রশিল্পে শিশির কুমার হালদার। সম্মাননা স্বরুপ প্রত্যেককে উত্তরিয় পরিয়ে দেয়া হয় এবং একটি মেডেল, সনদপত্র ও নগদ দশ হাজার টাকা প্রদান করা হয় ।Pirojpur Picture-Silpakala-03

অতিরিক্ত জেরা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশসাক মোঃ খায়রুল আলম সেখ। বিশেষ অতিথি থেকে গুনী শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আঃ জলিল আকন, মুক্তিযোদ্ধা ও জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এম এ মান্নান, শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান,সাংবাদিক গৌতম রায় চৌধুরী, জেরা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, কালচারাল অফিসার জান্নাতুল ফেরদৌস প্রমুখ। স্বাগত বক্তব্যে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেন, ২০-১৩ সাল থেকে শিল্পকলা একাডেমির উদ্যোগে এ সম্মাননা প্রদান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুর জেলার সাংস্কৃতিক অঙ্গনে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবছর পাঁচ জন গুনী শিল্পীকে সম্মাননা প্রদান করা হচ্ছে। তিনি জানান, আগামীতেও এ প্রক্রিয়াটি চলমান থাকবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...