ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - হিন্দু সম্প্রদায় ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

হিন্দু সম্প্রদায় ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 

মঠবাড়িয়া প্রতিনিধি >

নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ও বাড়ি ঘর ভাংচুরের প্রতিবাদ ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ মঙ্গলবার মানববন্ধন ও প্রতিবাদা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোট ও হিন্দু ছাত্র-যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মঠবাড়িয়া পৌর শহরের হরি মন্দির সংলগ্ন প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায় ও সচেতন জনতা অংশ নেন।mathbaria-pic-2

শেষে হরি মন্দির চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি তরুণ কান্তি ম-লের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সাবেক এমপি ডা. মো. আনোয়ার হোসেন, পূজা উদযাপন পরিষদ সভাপতি পরিতোষ বেপারী, পিরোজপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আইনজীবী দিলীপ কুমার পাইক, প্রভাষক ইকতিায়ার রহোসেন পান্না, হিন্দু মহাজোট সভাপতি অমল হালদার, সাংবাদিক মজিবর রহমান, যুবলীগ সভাপতি সাকিল আহম্মেদ নওরোজ, হিন্দু ছাত্র-যুব ঐক্য পরিষদ সভাপতি গোপাল রায় প্রমূখ ।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ও ঘর বাড়িতে অগ্নিসয়যোগ, প্রতিমা ভাংচুরের তীব্র প্রতিবাদ জানিয়ে দোষিদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানানো হয়। এছাড়া হিন্দু সম্প্রদায়কে নিয়ে সরকারের প্রাণি সম্পদ মন্ত্রীর সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চি করণের দাবি জানানো হয়।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...