ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার শেরে বাংলা সাধারণ পাঠাগারে পাঠ পরিবেশ ফিরিয়ে আনার আবেদন

মঠবাড়িয়ার শেরে বাংলা সাধারণ পাঠাগারে পাঠ পরিবেশ ফিরিয়ে আনার আবেদন

মাননীয় সচিব
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

বিষয়ঃ পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরসভাস্থ শেরে বাংলা সাধারণ পাঠাগারে পাঠ পরিবেশ ফিরিয়ে আনার আবেদন।

মহাত্মন,
সবিনয়ে নিবেদন এই যে, বর্তমান যুগ জ্ঞান-বিজ্ঞানের যুগ। জনগণের মধ্যে জ্ঞান বিস্তার লক্ষ্যে ১৯৮৪ সালে সরকারি অর্থে মঠবাড়িয়া শহরে শেরে বাংলা সাধারণ পাঠাগার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে কিছু আসবাব পত্র এবং বই নিয়ে পাঠাগারের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে একটি বিশেষ মহল পাঠাগার ভবনের একটি ছোট কক্ষে পাঠাগারের কার্যক্রম সীমিত রেখে অবশিষ্ট কক্ষগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহার করে আসছে। যে কক্ষটি পাঠাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে সেখানে বই পড়ার পরিবেশ নেই। এখানে লাইট ও ফ্যানের ব্যবস্থা নেই। ভবনটি জরাজীর্ণ। পুরানো কিছু বই আছে। নিয়মিত কোন দৈনিক পত্রিকা নেই। বইগুলো অযত্নে এবং এলেমেলো অবস্থায় আছে। সংস্কৃতি মন্ত্রনালায়ের কোন অফিস মঠবাড়িয়ায় না থাকায় মঠবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ দৈনিক ৫০/- (পঞ্চাশ) টাকার বিনিময়ে একজন ব্যক্তিকে দিয়ে মাঝে মাঝে পাঠাগারটি বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত খোলা রাখেন। যুগোপযোগী এবং পাঠকের চাহিদা অনুযায়ী বই এবং পরিবেশ না থাকায় কোন পাঠক পাঠাগারটি ব্যবহার করছেন না। মঠবাড়িয়ায় ২টি অনার্স লেভেলের কলেজ আছে। কিন্তু পাঠাগারে শিক্ষার্থীদের উপযোগী কোন বই নেই।
পাঠাগার বিশ্বের প্রখ্যাত কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক, ঐতিহাসিক ও রাজনীতিবিদদেরকে মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়। সব বয়সী পাঠকের পাঠ উপযোগী বইয়ে সমৃদ্ধ করে পাঠাগারটি বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রেখে সব বয়সী পাঠককে বই পড়ার সুযোগ দেয়া উচিৎ। কেননা বই ছাড়া মানুষের জ্ঞান পরিপূর্ণ হয় না। প্রমথ চৌধুরী বলেছেন, “গ্রন্থাগার বা পাঠাগারের প্রয়োজন হাসপাতালের চেয়ে বেশি। কারণ হাসপাতালে কেবল দেহের চিকিৎসা হয়, আর গ্রন্থাগার মানুষের সুস্থ মন গড়ে তোলে। সুস্থ মনের অধিকারী মননশীল মানুষই সভ্যতার সৃষ্টি করেছে। এ সভ্যতার সৃষ্টিতে গ্রন্থাগারের অবদান অপরিসীম।” উল্লেখ্য, পাঠাগারের ভবনটি মেরামত করা একান্ত আবশ্যক।

এমতাবস্থায়, মহাত্মন সমীপে আমাদের বিনীত আবেদন, শেরে বাংলা পাঠাগারটি পাঠকগণ যাতে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারে তার সুব্যবস্থা গ্ররহনে আপনার সদয় মর্জি হয়।

শ্রদ্ধা নিবেদনান্তে,

বীর মুক্তিযোদ্ধা
মজিবুল হক খান মজনু
আহবায়ক
মঠবাড়িয়া উপজেলা নাগরিক কমিটি
মঠবাড়িয়া, পিরোজপুর।
০১৭১৫-৭৬৭৫৪৪

নূর হোসাইন মোল্লা
(অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক)
সদস্য সচিব,
মঠবাড়িয়া উপজেলা নাগরিক কমিটি
মঠবাড়িয়া, পিরোজপুর।
০১৭৩০-৯৩৫৮৮৭

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...