ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাউখালীতে পাগলা কুকুরের উপদ্রব : কামড়ে আহত ১৬

কাউখালীতে পাগলা কুকুরের উপদ্রব : কামড়ে আহত ১৬

কাউখালী প্রতিনিধি >

পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার একটি বেওয়ারিশ ও পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে নারী ও শিশুসহ ১৬ জন আহত হয়েছেন। এদিকে পাগলা কুকুরের ভয়ে ছেলেমেয়েদের স্কুলের যাওয়া নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার ভোর থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার আসপর্দ্দি,বাশুরী,কাঠালিয়া,্িবড়ালজুরিসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা জানায়, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব ব্যাপক হারে বেড়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে একটি পাগলা কুকুর আসপর্দ্দি গ্রামের রিয়াদুল ইসলাম(৮) শামীম (২৫) সালেয়া (৩৪) দিবাকর(১৮) বাশুরী গ্রামের চেহারু বেগম(৫০) ইলিয়াস(১২) তিশা(২) বাহাদুর(৩৩)কাঠালিয়া গ্রামের মোকসেদ আলী(৬৫) ,জাকির(৩১)সহ কমপক্ষে ১৬ ব্যক্তি পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছে। এরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বাশরী গ্রামের ফারুক জানান,কুকুরটা প্রথমে গ্রামে বেশ কিছু হাঁস-মুরগি খায়। পরে হঠাৎ করেই মানুষকে কামড়াতে শুরু করে। কুকুর টা ওই এলাকার একটি শিশুর শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে বড় বড় ক্ষতের সৃষ্টি করে। একইভাবে ওই কুকুর একের পর এক গ্রামের শিশু, মহিলা ও পুরুষকে কামড় দিতে থাকে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...