ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক

পিরোজপুরে কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক

পিরোজপুর প্রতিনিধি >

পিরোজপুর জেলার বিভিন্ন বিভাগের অগ্রাধিকার পরিকল্পনা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো: তোফাজ্জল হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রী সকল গৃহহীন মানুষের জন্য বাসস্থান তৈরি করে দেয়ার লক্ষ্যে আমাদের নির্দেশ দিয়েছেন এবং আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশ সকল সূচকে আশাতীত সাফল্য অর্জন করায় বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। এমডিজির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এসডিজির সফল বাস্তবায়নে আমাদের একযোগে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
আজ বুধবার সকালে পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক এ জেলার উন্নয়ন অগ্রগতির ও বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, বিদ্যুতের জাতীয় গ্রিডের সঞ্চালন লাইন পিরোজপুরের উপর থেকে ভান্ডারিয়া গেলেও পিরোজপুরে সরাসরি এই লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়না বিধায় পৌরবাসী এবং জেলাবাসী অসহনীয় দুর্ভোগের শিকার হন। তিনি পিরোজপুরে একটি গ্রিড সাব-ষ্টেশন স্থাপনের দাবী জানিয়ে বলেন, গ্রিড সাব-ষ্টেশন স্থাপনের অতি সহজেই বিদ্যুৎ সমস্যার সমাধান করা সম্ভব। তিনি পিরোজপুর আধুনিক হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নিত করণ এবং বিসিক নগরী গড়ে তোলার লক্ষে মহাপরিচালকের প্রতি আহবান জানান। এছাড়া পিরোজপুরের পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

এ সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ অধ্যাপক আব্দুল জলিল আকন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান এবং বিভিন্ন প্রকৌশল অধিদফতরের নির্বার্হী প্রকৌশলীগণ, জেলা পর্যায়ের সকল কর্মকর্তাগণ, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মালেক মহাপরিচালকের দৃষ্টি আকর্ষন করে বলেন যে, বিদ্যুতের জাতীয় গ্রিডের সঞ্চালন লাইন পিরোজপুরের উপর থেকে ভান্ডারিয়া গেলেও পিরোজপুরে সরাসরি এই লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়না বিধায় পৌরবাসী এবং জেলাবাসী অসহনীয় দুর্ভোগের শিকার হন। তিনি পিরোজপুরে একটি গ্রিড সাব-ষ্টেশন স্থাপন করলে অতি সহজেই বিদ্যুৎ সমস্যার সমাধান করা সম্ভব। তিনি পিরোজপুর আধুনিক হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নিত করণ এবং বিসিক নগরি গড়ে তোলার লক্ষে মহাপরিচালকের প্রতি আহবান জানান। এ পর্যায়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন পিরোজপুরের কদমতলা, শিকদারমল্লিক অথবা শংকরপাশা ইউনিয়নে অর্থনৈতিক জোন গড়ে তোলার আহবান জানান।
মহাপরিচালক মো. তোফাজ্জাল হোসেন মিয়া বিদ্যুৎ সমস্যা সহ উত্থাপিত সকল সমস্যার সমাধানে আশ্বাস দেন। এরপর তিনি এনজিও পোর্টাল উদ্বোধন করেন ।

পরে মহাপরিচালক পিরোজপুর জেলা সদর হাসপাতাল এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন এবং নাজিরপুর উপজেলা রাজলক্ষ্মী মহাবিদ্যালয় প্রাঙ্গণে সন্ত্রাস ও নাশকতা, জঙ্গীবাদ, মাদক ও বাল্যবিবাহ রোধ কল্পে এক সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...