ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - জলবায়ু ট্রাস্ট ফাণ্ড : কাউখালীতে দুস্থদের ঘর পাচ্ছে বিত্তবানরা

জলবায়ু ট্রাস্ট ফাণ্ড : কাউখালীতে দুস্থদের ঘর পাচ্ছে বিত্তবানরা

খালিদ আবু , পিরোজপুর >

পিরোজপুরের কাউখালীতে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে দুস্থ ও গৃহহীনদের মধ্যে পাকা ঘর নির্মাণসামগ্রী এখন বিত্তশালী ইউপি চেয়ারম্যান ও সদস্যদের আত্মীয়স্বজনের মধ্যে বিতরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে হতদরিদ্র ও গৃহহীনদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগে জানা যায়, ঘূর্ণিঝড়, সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে উপজেলায় ২৫টি জলবায়ু প্রভাব সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের অধীনে দুস্থদের গৃহ নির্মাণের কথা থাকলেও সয়না- রঘুনাথপুর ইউনিয়নের বেতকা এলাকার মহিলা ইউপি সদস্য বেবী আক্তারের ছেলে নুরুজ্জামান খানের নামে, কাউখালী সদর ইউনিয়নের সাবেক মহিলা সদস্য শিরীন আক্তার হতদরিদ্র জাকিয়া বেগম নামে এক মহিলার নামে বেনামে উপজেলার আসপর্দ্দি গ্রামে নিজের জায়গায় ঘর তৈরি করেছেন, ফলইবুনিয়া গ্রামে অপেক্ষাকৃত ধনী ব্যক্তি রুস্তম আলী খান নিজের নামে ঘর পেয়েছেন। শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেনের আপন চাচাতো ভাই ফলইবুনিয়া গ্রামের মাহাতাব উদ্দিনের নামে ঘর দেয়া হয়েছে। এছাড়াও উপজেলার ৫টি ইউনিয়নের ২৫টি ঘরের মধ্যে অর্ধেকেই হতদরিদ্র দুস্থদের মধ্যে বিতরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। বেশিরভাগই চেয়ারম্যান-সদস্যদের আত্মীয়স্বজন, দলীয় প্রভাবশালী ব্যক্তিদের নামে-বেনামে ঘর দেয়া হয়েছে। ইতোমধ্যেই অধিকাংশ ঘর নির্মাণের কাজ শেষ করা হয়েছে।

সয়না-রঘুনাথপুর ইউনিয়নের মহিলা সদস্য বেবী আক্তার বলেন, তার ছেলের নামে ঘর পাওয়ার বিষয়ে দলীয় পরিচয় আছে বিধায় সে ঘর পেয়েছে। এরকম অনেকই নামে-বেনামে ঘর নিয়েছে।

উপজেলা প্রকৌশল অধিদফতর ৬ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে জলবায়ু ট্রাস্টের ফান্ডের অর্থায়নে দোতলা পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। উপজেলা পরিষদ এসব তালিকা তৈরীর পর রেজুলেশন করে স্থানীয় এমপি, বন ও পরিবেশমন্ত্রীর কাছে প্রেরণ করলে মন্ত্রী ৯ মার্চ ডিওলেটার প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর জানান, মন্ত্রী একটি তালিকা দিয়েছেন সেই তালিকাটি উপজেলা পরিষদের সভায় উত্থাপন করা হলে তা অনুমোদন দেয়া হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...