ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আজ থেকে ২২ দিন ইলিশ শিকার বন্ধ

আজ থেকে ২২ দিন ইলিশ শিকার বন্ধ

দেবদাস মজুমদার >

ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় আজ ১২ অক্টোর থেকে উপকূলীয় নদ ও নদীতে ইলিশ শিকার বন্ধ ঘোণা করেছে সরকার। ২২ দিনে এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২ নভেম্বর (২৭ আশ্বিন থেকে ১৮ কার্ত্তিক) পর্যন্ত। এসময় ইলিশ আহরণ,পরিবহন,মজুদ ,বাজারজাতকরণ ও বিক্রয় দন্ডনীয় অপরাধ । প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সরকারের মৎস্য বিভাগসহ বন বিভাগ, পুলিশ,কোস্টগার্ড ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রচার প্রচারণাও চালানো হচ্ছে বিভিন্ন মাধ্যমে। মৎস্য বিভাগ জেলে সমাবেশে, মতবিনিময়সহ উপকূলীয় হাটবাজারে ইলিশ প্রজনন বিষয়ে মাছ ধরার নিষেধাজ্ঞার তথা জানিয়ে ব্যানার ও বিলবোর্ড স্থাপন করেছে। প্রধান প্রজনন মৌসুমে বন্ধ থাকবে সকল ট্রলার,বরফকল,ঘাটে থাকতে হবে মাছ ধরার সকল ট্রলার ও নৌকা বন্ধ রাখারও কথা জানানো হয়েছে।m-6
ইলিশ প্রকৃতি নির্ভর মাছ। এর জন্ম প্রজনন ও বৃদ্ধি প্রকৃতির ওপর নির্ভরশীল। ইলিশ সাগর জলে থাকলে উপকূলীয় নদ নদীতে এসে ডিম ছাড়ে। এরা নদীতে স্রোতের বিপরীতে ছুটতে ছুটতে ডিম ছাড়ে। গত বছর ইলিশ প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ ১৫ দিন করা হলেও এবছর তা বাড়িয়ে ২২ দিন করা হয়েছে। আশ্বিনের পূর্ণিমায় এর প্রজননকাল ধরা হয়। ফলে এসময় ইলিশ মাছ আহরণ বন্ধ রাখা অত্যন্ত জরুরী। m-5
পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র সূত্রে জানাগেছে, এবছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে সবচেয়ে ইলিশ মাছ বেশী ধরা পড়ছে। এবছর সেপ্টেম্বর২০১৬ মাসে ১-৩০ তারিখ পর্যন্ত বিএফডিসি পাইকারি বাজারে ইলিশ সহ বিভিন্ন মাছ বিক্রী হয়েছে ৫৯ কোটি ৩৯ লাখ৪২ হাজার ৬৪০ টাকার। এ বাবদ বিএফডিসি টোল পেয়েছে ৭৩ লাখ টাকা।
গত বছর একই সময় সেপ্টেম্বর ২০১৫ মাসে বিএফডিসি বাজারে মাছ বিক্রী হয়েছে ১৯ কোটি ১০ লাখ এক হাজার ৬০০ টাকার। বিএফডিসি পাইকরি বাজারে মাছ ক্রয় বিক্রয় বাবদ টোল পেয়েছে ২৪ লাখ টাকা। এবছর তা দ্বিগুনেরও বেশী।m-2 m-3

নিষেধাজ্ঞার আওতায় থাকা ২৭টি জেলা হচ্ছে—চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও রাজশাহী জেলার নদনদী। সেই সঙ্গে দেশের সমুদ্র উপকূল এবং মোহনায়ও ওই ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে।m-4

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...