ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সবুজ বাংলার পক্ষ থেকে কবি হেলাল হাফিজকে জন্মদিনের শুভেচ্ছা

সবুজ বাংলার পক্ষ থেকে কবি হেলাল হাফিজকে জন্মদিনের শুভেচ্ছা

সংস্কৃতি প্রতিবেদক >
উপকূলে এক লাখ ফলদ ও ঔষধি গাছের চারা রোপনের স্বপ্ন নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন সবুজ বাংলা এর পক্ষ থেকে প্রেমের বার্তাবাহক কবি হেলাল হাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার বিকালে কবিকে সবুজ বাংলা সংগঠনের পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় সবুজ বাংলা সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও আজকের মঠবাড়িয়ার নির্বাহী সম্পাদক মো: রাসেল সবুজ, মো: আরাফাত খান, তরুন নির্মাতা সাইফুল লিমন, ছাত্রনেতা জিয়াউর রহমান, সজল খান, জাসেম আলম ও আবৃত্তিশিল্পী অমিক শিকদার উপস্থিত ছিলেন ।
এসময় কবির সঙ্গে সংগঠনের নেতারা দীর্ঘ সময় কাটান। তাঁর খোঁজ খবর নেন ও তাঁর সুস্থ জীবন কামনা করে।
উল্লেখ্য , কবি হেলাল হাফিজকে যে কবিতাটি এনে দেয় তারকাখ্যাতি, সেই ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ রচনার একটি পটভূমি রয়েছে। ঊনসত্তরের গণ-আন্দোলনে ঢাকা তখন উত্তাল। পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালিরা একাট্টা। একদিন কলাভবন যাওয়ার পথে পুরান ঢাকার ফুলবাড়ীয়ায় মিছিলে আটকা পড়েন রিকশা আরোহী হেলাল। এ সময় মিছিলকারী ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। তখন পাশের এক রিকশাচালক চিৎকার করে করে মিছিলকারীদের উৎসাহ দিতে থাকেন। রিকশাওয়ালার সেই উদ্দীপক বাক্যগুলো সে দিন কবিকে নাড়া দেয়। আর তা থেকেই সৃষ্টি হয় ‘নিষিদ্ধ সম্পাদকীয়’। তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে লেখা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র আগে বোধ হয় আর কোনো কবিতা রচিত হয়নি, যেখানে মুক্তির পক্ষে সরাসরি সুস্পষ্টআহ্বান জানানো হয়েছে। গণঅভ্যুত্থানের এ কবিতাটি পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উর্মিমুখর দিনগুলোতে ছাত্র-জনতার রাঙা পোস্টারে পরিণত হয়েছিল। গণঅভ্যুত্থানের সময় তদানীন্তন দৈনিক পাকিস্তান-এ ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ ছাপাতে দিয়েছিলেন তরুণ হেলাল হাফিজ। পত্রিকাটি তা ছাপায়নি। সেই হেলাল হাফিজকে, তার সেই কালজয়ী কবিতাকে আজও মানুষ ভোলেনি। এখানেই তো একজন কবির সার্থকতা, কবির অহংকার। পঁয়ষট্টির তরুণ এ অকৃতদার কবির ঘরসংসার একমাত্র কবিতা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...