ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় বসত বাড়ির মাটি খুড়ে বিষধর সাপসহ ১৬টি বাচ্চা আটক : ২২টি ডিম উদ্ধার

মঠবাড়িয়ায় বসত বাড়ির মাটি খুড়ে বিষধর সাপসহ ১৬টি বাচ্চা আটক : ২২টি ডিম উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি >
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মাওলানা মো. জাহাঙ্গীর হাওলাদারের বসত বাড়ির কাছারি ঘরের মাটি খুড়ে একটি বিষধর সাপ আটক করেছে এক সাপুড়ে। সাপটি ৫ ফুট লম্বা । এসময় মাটি খুড়ে ২২টি ডিম এবং (কালি জাতির) এক থেকে দেড় ফুট লম্বা ১৬টি বিষধর সাপের বাচ্চা উদ্ধার করা হয়। মো. নুরুল ইসলাম খোকন নামে এক সাপুড়ে আজ সোমবার ওই গৃহস্থ বাড়ির কাচারি ঘরের মাটি খুড়ে প্রথমকে বিষধর সাপটি আটক করে। পরে মাটির তলার গর্তে সাপের ২২টি ডিম ও ১৬টি সাপের বাচ্চাও উদ্ধার করা হয়।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মাওলানা মো. জাহাঙ্গীর হাওলাদারের বসত বাড়ির কাচারি ঘরের গতের ভেতর বাড়ির লোকজন একটি বিশালাকৃতির সাপ ঢুকতে দেখেন। এরপর ওই বাড়ির লোকজনের মধ্যে সাপ আতংক বিরাজ করে। রবিবার ওই কাছারি ঘরের চারপাশ জুড়ে জাল দিয়ে সাপটি আটকের ফাঁদ পেতে বাড়ির লোকজন সাপুড়েকে খবর দেয়। খবর পেয়ে পাশ্বর্তী ঝালকাঠির পেশাদার সাপুড়ে মো. নুরুল ইসলাম খোকন গ্রামবাসির সহায়তায় মাটি খুড়ে একটি বিষধর সাপ, ১৬টি সাপের বাচ্চা ও ২২টি সাপের ডিম উদ্ধার করে। সাপ আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকার এলাকার শত শত লোক সাপ ও সাপের ডিম দেখার জন্য ওই গৃহস্থ বাড়িতে ভীড় করেন।

বাড়ির মালিক মাওলানা জাহাঙ্গীর হাওলাদার জানান, দীর্ঘদিন থেকে তারা সাপের আতংকে ভূগছিলেন। এত সাপ ও সাপের ডিম উদ্ধার হওয়ায় এ আতংক আরও বেড়ে গেছে।
স্থানীয়রা জানান, মাত্র চারদিন দিন আগে পার্শ্ববর্তী বাড়ির মো. নুরুল হক ফকিরের কলেজ পড়–য়া মেয়ে ফেরদৌসি আক্তারের (১৮) বিষধর সাপের দংশনে মৃত্যু হয়। মাকে রান্নায় সাহায্য করার জন্য কাঠ নামাবার সময় সাপ ফেরদৌসির হাতে দংশন করে।
সাপুড়ে মো. নুরুল ইসলাম জানান, সাপের বিষ আমাদের জাতীয় সম্পদ । তাই সাপ না ঠিক নয়। সাপে কামড়ালে অথবা সাপের সন্ধান পেলে তার ফোন নম্বরে (০১৭২১৮১০৫৭৮) যোগাযোগের তিনি অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...