ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া পৌর শহরে সুপেয় পানির সংকট , কার কাছে সমাধান ?

মঠবাড়িয়া পৌর শহরে সুপেয় পানির সংকট , কার কাছে সমাধান ?

মো. সাইদুল হক খান >

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভা গঠনের পর বহু বছর অতিবাহিত হয়েছে । তৃতীয় শ্রেণীর পৌরসভা এখন প্রথম শ্রেনীর পৌর সভায় উন্নীত । কিন্তু পৌর বাসীর নাগরিক সুযোগ সুবিধা এখনও প্রথম শ্রেণীর নয়। নানা সংকটে থাকা পৌর নাগরিকরা সুযোগ সুবিধা বঞ্চিত। পিশেষ করে মঠবাড়িয়া পৌর শহরের প্রায় ৫০ হাজার পৌরবাসীর প্রতিদিন নিরাপদ সুপেয় পানির অভাব এখনও বিরাজমান এক সংকট । প্রতিদিন এই পৌর শহরে আনুমানিক ১২ লাখ ২৫ হাজার রিঠার সুপেয় পানির চাহিদা রয়েছে। শহরে নানা অবকাঠামো বেড়ে শহর নগরায়ণের দিকে । আজও শহরে সুপেয় পানি সরবরাহের কোন স্থায়ী সমাধান মেলেনি। বেসরকারি প্রতিষ্ঠান প্রশিকার একটি ট্রিটমেন্ট প্লান্ট দিয়ে মাত্র সাড়ে তিন হাজার লিটার পানি পুরো শহরে সরবরাহ হয়ে থাকে । চাহিদার তুলনায় এই সরবরাহ অপ্রতুল। ফলে রিজার্ভ পুকুর ও কে এম লতিফ ইনিস্টিটিউশনের পুকুরের পানি ভরসা ।

প্রথম শ্রেনীর এ পৌর সভায় এখন পর্যন্ত কোন পানি সর্বরাহের ব্যাবস্তা না থাকায় সুপেয় পানির সংকট লেগেই আছে । পৌর শহরে এক দিকে খাবার পানির সংকট আর অন্য দিকে শহরের বুক চিড়ে প্রবাহমান খালটি প্রতিনিয়ত অবৈধ দখল ও ডিসিয়ার বাণিজ্যে শহরের প্রাণ কেন্দ্রর খাল ভরাট এবং বেদখল হয়ে খালটি সংকুচিত হয়ে নাব্যতা হারিয়ে ফেলছে।

পৌর নাগরিকদের নিত্য ব্যবহারের পানি টাকা দিয়ে কিনতে হচ্ছে । বছবের পর বছর বিভিন্ন পত্র পত্রিকায় পানি সংকটের সংবাদটি বেশ দফায় দফায় প্রকাশিত হয়েছে। তবু এ জনগুরুত্বপূর্ণ সংকট মোকাবেলায় সরকারী কিংবা বেসকারী কারও উদ্যোগ নেই। সংগত কারনে প্রশ্ন জাগে পানি সংকট মোকাবেলা কার কাছে সমাধান ?

লেখক : সৌদি আরব প্রবাসি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...