ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পাড়েরহাট মৎস্য বন্দরের সেতুটি ফের বিধ্বস্ত আহত-২০

পাড়েরহাট মৎস্য বন্দরের সেতুটি ফের বিধ্বস্ত আহত-২০

মো. খালিদ আবু,পিরোজপুর >
পিরোজপুরের জিয়ানগরের পাড়েরহাট বন্দর ও বাদুরা মৎস্য অবতরন কেন্দ্রের একমাত্র যোগাযোগের মাধ্যম সংযোগ সেতুটি দ্বিতীয় দফায় সম্পূর্ণ ধসে গেছে। এসময় পারাপার রত ২০ জন আহত হয়েছে। শনিবার বিকালে ফের সেতুটি আবার বিধ্বস্ত হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মৎস্য ব্যবসায়ী, স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বসাধারণ চরম দুর্ভোগে পড়েছে।

জানাগেছে, গত বুধবার প্রথম দফায় সেতুটির মধ্যবর্তী পিলার ও জয়েন্ট ভেঙ্গে একটি মাছ ধরা ট্রলারের উপর পড়ে। পরে কোন পারাপারের ব্যবস্থা না থাকায় অনেকে ঝুকি নিয়ে ওই সেতু দিয়ে পারাপার হয়। সবশেষ শনিবার বিকালে পথচারীরা সেতুটি পার হওয়ার সময় একেবারে বিধ্বস্ত হয়ে খালের পানিতে তলিয়ে যায়। এসময় শিশু, মহিলা সহ ২০ জন আহত হয়। গুরুতর আহতরা হলেন আউয়াল, মহসিন, ইব্রাহিম, চুন্নু, কবির হোসেন, মাহিম, আলামিন, ছিদ্দিক সেখ, তহমিনা। দুই পাড়ের বাসিন্দারা এখন নৌকা ও ট্রলার দিয়ে পারাপার হচ্ছে। পিরোজপুর সদর উপজেলা এলজিইডির অর্থায়নে নির্মিত পাড়েরহাট খালের ৭০ মিটার আয়রন সেতুটি গত আড়াই মাসে আগে ১১ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে নাম মাত্র সংস্কার করা হয়। সংস্কারের কাজ করেন পিরোজপুর-১ আসনের সংসদ একেএমএ আউয়ালের পত্নী জেলা মহিলা আ’লীগের সভানেত্রী লায়লা ইরাদের ঠিকাদারী প্রতিষ্ঠান বুশরা এন্টারপ্রাইজ। সেতু সংলগ্ন পাড়েরহাট বন্দর ও বাদুরা মৎস্য বন্দরের ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে দায়সারা কাজ করায় সেতুটি এভাবে ধ্বসে গেছে।

এলজিইডির পিরোজপুর সদর উপজেলা প্রকৌশলী নূর-উস-শামস্ জানান, সেতুটি দুর্বল থাকায় পানির স্রোত ও কচুরিপনার চাপ ও ট্রলারের ধাক্কায় সেতুটি ধ্বসে গেছে। তবে তিনি আরও জানান, এই সেতুটি অনেক দুর্বল তাই সংস্কার না করে পুনঃনির্মাণের প্রয়োজন ছিল। বাদুরা মৎস্য বন্দরের মৎস্য ব্যবসায়ী মোঃ আনাম জানান, জনগুরুত্বপূর্ণ সেতুটি ধ্বসে যাওয়ায় মৎস্য বন্দরের মাছ পরিবহন সহ সর্ব সাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। এতে করে এখানে সরবরাহকৃত মাছ পরিবহনে খরচ অনেক বেড়ে গেছে। সেতুটি দ্রুত নির্মাণ প্রয়োজন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...