ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ঈদ-উল-আযহা : পিরোজপুরে অর্ধ লক্ষ দুঃস্থ পরিবার পাবেন ৫০৮ মট্রিক টন চাল

ঈদ-উল-আযহা : পিরোজপুরে অর্ধ লক্ষ দুঃস্থ পরিবার পাবেন ৫০৮ মট্রিক টন চাল

মো. খালিদ আবু, পিরোজপুর >
পিরোজপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ কার্ড এর বিপরীতে প্রায় অর্ধ লক্ষাধিক দুঃস্থ পরিবার ৫০৮ মেঃ টন চাল পাবেন। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত এবং দুঃস্থ পরিবারের জন্য সরকার ৫০ হাজার ৮ শত ৫০ টি ভিজিএফ কার্ড এর বিপরীতে ৫০৮.৫০০ মেঃ টন চাল বরাদ্দ করেছে।
পিরোজপুরের জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেচেন। তিনি জানান, দুঃস্থদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ঈদ-উল আযহার পূর্বেই সকল ভিজিএফ কার্ডধারী পরিবারের মধ্যে এ চাল বিতরণ কার্যক্রম শেষ হবে। জেলার ৪ টি পৌরসভার মধ্যে পিরোজপুর, মঠবাড়িয়া এবং স্বরূপকাঠীর ১৩ হাজার ৮ শত ৬৩ টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১ শত ৩৯ মেঃ টন চাল এবং নব গঠিত ভান্ডারিয়া পৌরসভার ১ হাজার ৫ শত ৪০টি দুঃস্থ পরিবারের জন্য ১৫.৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া পিরোজপুর সদর উপজেলায় ৫ হাজার ৮ টি কার্ডের জন্য ৫০.০৮০ মেঃটন, ভান্ডারিয়া উপজেলার ৮ হাজার ১২৮ টি কার্ডের জন্য ৮১.২৮০ মেট্রিক টন, জিয়ানগর উপজেলার ৩ হাজার ৫৯১ টির জন্য ৩৫.৯১০ মেট্রিক টন, মঠবাড়িয়া উপজেলার ৮ হাজার ৪৯৪ টির জন্য ৮৪.৯৪০ মেট্রিক টন, কাউখালী উপজেলার ২ হাজার ১৭৬ টির জন্য ২১.৭৬০ মেট্রিক টন, নাজিরপুর উপজেলার ৩ হাজার ৭৪২ টির জন্য ৩৭.৪২০ মেট্রিক টন এবং নেছারাবাদ উপজেলার ৪ হাজার ৩০৮ টি কার্ডের জন্য ৪৩.০৮০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং ইতিমধ্যেই অনেক দুঃস্থ পরিবার চাল পেয়েছেন। কার্ডধারী সকল দুস্থ পরিবার পবিত্র ঈদ-উল-আযহার আগেই সহায়তার চাল পাবেন।
উল্লেখ্য প্রতিটি ভিজিএফ কার্ডধারী পরিবার প্রতি ১০ কেজি করে চাল পাবেন। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রতিটি ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার এই চাল বিতরণ তদারকি করবেন। চাল বিতরনে কোন ধরনের অনিয়ম এর অভিযোগ এখনও পাওয়া যায়নি। তবে জেলা ত্রাণ ও পুনর্বাস দপ্তর সূত্রে জানাগেছে, পবিত্র ঈদ-উল-আযহায় দুস্থদের নামে বরাদ্দকৃত চাল বিতরণে কোন অনিয়ম হলে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...