ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ফেসবুক স্টাটাসেই বংশের পরিচয় !

ফেসবুক স্টাটাসেই বংশের পরিচয় !

মো. গোলাম মোস্তফা >
মঠবাড়িয়া পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান মহোদয়দের নিকট সানুনয় আবেদন রাখছি দয়া করে আপনাদের অনুসারীদের থামান । এভাবে একটি সমাজ, একটি জনপদ দীর্ঘদিন চলতে পারেনা । ভুলে গেলে চলবেনা আপনারা দুজনই সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের সর্ব বৃহৎ দলের রাজনৈতিক কর্মী, বর্তমান সরকারের অংশীদার এবং মঠবাড়িয়ার সর্বোচ্চ পদের দু’টি পদে আসীন । সে কারনে আপনাদের কাছে জনগনণর আশা-আকাংখাও অনেক বেশী । বিনীতভাবে বলছি আপনারা নেতারা অস্থির হলে সমাজের লোকেরা ভাল থাকেনা । অনভিপ্রেত দুর্ঘটনা একটি ঘটেছে যার যথা নিয়মে মামলা হয়েছে, দেশে বিচার ব্যবস্থা এখনো ভেঙ্গে যায়নি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হোক তা প্রতিটি নাগরিকের কাম্য । আইনকে তার নিজ গতিতে চলতে দেওয়াটাই উত্তম । মতের অমিল থাকতে পারে তাই বলে সেটির নেতিবাচক প্রভাব সমাজের মাঝে দৃশ্যমান হতে হবে কেন ? আর সেটিও “FaceBook” সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগে “অশোভন স্টাটাস” দেয়ার মাধ্যমে! এসব নিয়ে সমাজে একধরনের নেতিবাচক প্রভাব ইতিমধ্যে পড়েছে সেটি বোধ হয় আপনাদেরকে বলার অপেক্ষা রাখেনা ।
মোবাইল ব্যবহার করেনা এমন লোক খুঁজে পাওয়া এখন দুষ্কর । সমাজের প্রতিটি পেশার মানুষের কাছে এই অতি প্রয়োজনীয় বিশ্বের তথ্য প্রযুক্তির আবিস্কারটি পৌঁছে গেছে । এটি ছাড়া মানুষের এক মুহূর্ত চলেনা । পূর্বে মানুষ শুধু মাত্র কথা বলার জন্য এটি ব্যবহার করত । এখন এটি ইন্টারনেট ব্রাউজিং, এস.এম.এস, ফেইসবুক, টুইটার ইত্যাদি আর কতভাবে যে ব্যবহার হচ্ছে তা বলে শেষ করা যাবে কি ? সমাজের খেটে খওয়া মানুষ থেকে শুরু করে চাকরি/ব্যবসা/শিক্ষা/কৃষি কোনটি চলে বলুনতো এই মোবাইল ছাড়া ? এমনকি ক্ষুদে শিক্ষার্থীদের হাতেও এখন মোবাইল । “Facebook” এ তারা Chat করে প্রতিনিয়ত, তাদের পড়াশুনার জন্যও এটি কখনো কখনো অনেক প্রয়োজনীয় হয়ে পড়ে যেটা আমার সন্তানদের লেখাপড়া করাতে গিয়ে দেখেছি । আমার সন্তানরাই ফাইসবুকের অশ্লীল বাক্য আবিস্কার করে আমাকে প্রশ্ন করে আব্বু তুমিতো লেখালেখি কর, এ ব্যপারে একটু লেখালেখি করতে পারনা ? কিছুদিন যাবৎ মঠবাড়িয়ার কতিপয় “Facebook”ব্যবহারকারী তাদের wall এ কুরুচিপূর্ণ শব্দ/ভাষা ব্যবহার করছে এবং একে অপরকে নাজেহাল করার চেষ্টা করছে । যে ভাষায় কথা চালাচালি হচ্ছে তা ভদ্র সমাজের ভদ্র লোকের ভাষা হতে পারে না । এতো কুরুচিপূর্ণ শব্দ মালা দ্বারা সমাজকে আপনারা কি উপহার দিতে চাচ্ছেন তা আপনারাই ভাল বলতে পারবেন । আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এগুলো বন্ধ করার উদ্যোগ নিন, এতে আমাদের সবার মঙ্গল নিহিত আছে । নচেৎ সাধারনের মধ্যে নেতৃত্বের প্রতি অবজ্ঞা জন্মানোটাই স্বাভাবিক ।সেই সাথে এরকম কুরুচিপুর্ণ লেখালেখি যারা করছেন তাদেরকেও ভেবে দেখতে অনুরোধ করছি । ছোট বেলার কথা মনে পড়ে বাসে চড়লে লেখা দেখতাম “ব্যবহারেই বংশের পরিচয়” । এখন ডিজিটাল যুগে বলতে হয় “Facebook স্টাটাসেই বংশের পরিচয়” । হয়তো এই লেখার কারনে আমার বংশও আপনারা উদ্ধার করতে পারেন । তাতে আমার আপত্তি নেই । নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করা যায় কিন্তু শেষ অবধি নাক নিজেরটাই খোয়া যায় । তাপরেও বলব ভদ্র ভাষায় মানুষকে বোঝানোর চেষ্টা করুন । এতে করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপানাদের প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে । অল্প কজন মানুষ হয়ত এই নোংরা কাজটি করছে, এতে করে আমাদের পুরো সমাজটি দুর্গন্ধময় হচ্ছে। আমরা অবৈধ অস্ত্র, মাদক, সন্ত্রাস, দুর্নীতি এবং ইভটিজিং মুক্ত মঠবাড়িয়া চাই । পরিশেষে অনুরোধ করি এই অশোভন স্টাটাস বন্ধ করে আমাদের মঠবাড়িয়ার পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনুন। কারন এই ফেইসবুক শুধু মাত্র মঠবাড়িয়ার মানুষ দেখে না, সারা বিশ্বের মানুষ দেখে, আর আমরা মিডিয়াতে চাকুরি করি বলে আমাদের কাছে প্রশ্ন থাকে বেশী ।
সকলের শুভ বোধের উদয় হোক।

লেখক : মানব সম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা, মাছরাঙা টেলিভিশন ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...