ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বিদ্যুৎ কেন্দ্র হোক, ভেবে দেখার সুযোগ থাকলে ভেবে দেখা হোক

বিদ্যুৎ কেন্দ্র হোক, ভেবে দেখার সুযোগ থাকলে ভেবে দেখা হোক

মোহসেনুল মান্না >

ব্রিটেনে যিনি প্রধানমন্ত্রী হন তিনি যেমন শাসন বিভাগের মধ্যমণি এবং সাথে সাথে আইন বিভাগ / কমন্সসভার (আমাদের দেশের জাতীয় সংসদ) ও সদস্য। আমেরিকার শাসন ব্যবস্থা সেরকম নয়। ব্রিটেনে যিনি প্রধানমন্ত্রী হন তিনি আইন বিভাগ ও শাসন বিভাগ দুটোই নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু আমেরিকার শাসনব্যবস্থা আলাদা। সেখানে রাষ্ট্রপতি শুধুমাত্র শাসন বিভাগেরই প্রধান। আইন বিভাগ তার নিয়ন্ত্রণাধীন নয়। অর্থাৎ কংগ্রেস এবং সিনেটের উপর তার একচ্ছত্র অধিকার নেই। তিনি শুধু আইনসভায় গিয়ে বছরে একটা ভাষণ দেন।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলের শেষের দিকের কথা। আমাদের দেশের চেয়েও বড় বড় 51 টি অঙ্গরাজ্য নিয়ে যে আমেরিকা গঠিত তার মধ্যে একটি অঙ্গরাজ্য আলাস্কা। আলাস্কা জীববৈচিত্র্যে পরিপূর্ণ একটি অঙ্গরাজ্য। বুশ প্রশাসন নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন আলাস্কায় তেল ও গ্যাস অনুসন্ধান করবেন। কিন্তু বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরা কংগ্রেসে প্রস্তাব উত্থাপন করেছিলেন যে আলাস্কায় তেল গ্যাস অনুসন্ধান করলে এর জীববৈচিত্র্য ক্ষতির সম্মুখীন হবে। বিরোধীদল এবং সরকারি দলেরও অনেক কংগ্রেসম্যান এবং সিনেটররা আলাস্কায় তেল গ্যাস উত্তোলন এর বিপক্ষে কথা বলেছিলেন। উল্লেখ্য আমেরিকায় আমাদের দেশের মত ক্রস ভোটিং বা নিজ দলের বিপক্ষে কোন বিলে ভোট দিলে সদস্যপদ বাতিলের সিস্টেম নেই।
বুশ স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে আলাস্কায় তেল গ্যাস উত্তোলন এর যে বিল তার দল উত্থাপন করেছে তা হেরে যাবে। এজন্যে তিনি বাধ্য হয়ে এক মিটিং এ বলেছিলেন : “I wanna the opposition to represent the issue of exploiting oil and gases in Alaska. ”
অর্থ: আমি চাই তেল ও গ্যাস অনুসন্ধান ইস্যুতে বিরোধীদল আমাদের সাথে প্রতিনিধিত্ব করুক।

আমার জানামতে বুশ প্রশাসন আলাস্কায় তেল গ্যাস অনুসন্ধানের কাজ করতে পারেনি এবং তাদের নীতি থেকে সড়ে এসেছিলো।

মাননীয় প্রধানমন্ত্রীর অনেক বিজ্ঞ উপদেষ্টা আছেন। প্রয়োজনে রামপাল ইস্যু আরো ভেবে দেখা হোক। মানুষ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে পারে কিন্তু আমাজন, সুন্দরবনের মত প্রাকৃতিক বন তৈরি করতে পারে না।

লেখক : প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মঠবাড়িয়া সরকারী কলেজ ।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...