ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - জাগো লক্ষ নূর হোসেন সংগঠনের আয়োজনে মেধা অন্বেষণে কুইজ প্রতিযোগিতা

জাগো লক্ষ নূর হোসেন সংগঠনের আয়োজনে মেধা অন্বেষণে কুইজ প্রতিযোগিতা

আজকের মঠবাড়িয়া রিপোর্ট >
মেধা অন্বেষনে মননশীল কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জাগো লক্ষ নূর হোসেন নামে একটি সামাজিক ও অরাজনৈতিক সংঠন। প্রতি সপ্তাহের শুক্রবার এ কুইজ প্রতিযোগিতার প্রশ্ন আজকের মঠবাড়িয়া অনলাইনে প্রকাশিত হবে। এ বিষয়ে জাগো লক্ষ নূর হোসেন সংগঠনের আহ্বায়ক মো. রাসেল সবুজ জানান, আমাদের মুক্তিযুদ্ধ ও বাঙালী সংস্কৃতির ইতিহাস-ঐতিহ্য, আমাদের পরিবেশ, আমাদের জীবনধারাসহ নানা মননশীল থাকবে প্রতিযোগিতার পুরস্কার হিসেবে। আর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আজকের মঠবাড়িয়া ।
এ মননশীল মেধা অন্বেষণ কুইজ প্রতিযোগিতা সামাজিক সাইট ফেসবুক দিয় শুরু হলেও আশা করছি এটি আরও বড় পরিসরে নিয়ে যেতে পারব। যে কেউ এ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে বই পাঠিয়ে সহযোগিতা করলে আমরা সাদরে গ্রহণ করব।
ইতিমধ্যে এ মহতী আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সকলের প্রতি কৃতঞ্জতা জানাচ্ছি।
সপ্তাহের কুইজের প্রশ্ন ও ফলাফল প্রতি শুক্রবার আজকের মঠবাড়িয়া অনলাইনে প্রকাশিত হবে।
এ সপ্তাহের কুইজের প্রশ্ন >
কুইজ নম্বর-২:
মঠবাড়িয়া উপজেলায় পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
কত জন? তাদের নাম কি? এবং তারা কি পদকে ভূষিত হয়েছেন?

সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ৩ জন ভাগ্যবান বিজয়ীর জন্যে রয়েছে ৩ টি আকর্ষণীয় বই।

(১) গল্পগুচ্ছ (রবীন্দ্রনাথ ঠাকুর)
(২) কালপুরুষ (সমরেশ মজুমদার)
(৩) যে জলে আগুন জ্বলে* (হেলাল হাফিজ)

উৎসর্গঃ মঠবাড়িয়ার সকল মুক্তিযোদ্ধাদের স্মরনে।

★যে জলে আগুন জ্বলে বইটিতে রয়েছে “এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়” খ্যাত কবি হেলাল হাফিজের অটোগ্রাফ।

উত্তর পাঠানোর শেষ সময় শুক্রবার (৫ অগাষ্ট) রাত ৯ টা।

আয়োজনেঃ “জাগো লক্ষ নূর হোসেন”।
(একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন)

সার্বিক ব্যস্থাপনায়ঃ
মোঃ রাসেল সবুজ
আহ্বায়ক, জাগো লক্ষ নূর হোসেন।
ফোনঃ 01711439608.

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...