ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বিকেল ৫টার পর বৈশাখের অনুষ্ঠান নয়

বিকেল ৫টার পর বৈশাখের অনুষ্ঠান নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এবার বাংলা নববর্ষের সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যেই শেষ করতে হবে। ৬টার মধ্যেই রাজধানীর রমনা, টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যান ত্যাগ করতে হবে। এছাড়া এবার মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরে কেউ অংশ নিতে পারবে না। বাজানো যাবে না ভুভুজেলাও।

রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এসব কথা জানান। বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপনের প্রস্তুতি নিয়ে এক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গতবার বর্ষবরণে নারী নিগৃহের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা যেন এবার না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে। এজন্য বিকাল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাঙালির এই প্রাণের উৎসবকে আরও প্রাণবন্ত করতে প্রধানমন্ত্রী এবার নববর্ষ উৎসব ভাতা চালু করেছেন। আশা করি সবাই মিলে সুন্দরভাবে এই উৎসবটি উদযাপন করবে সবাই।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...