ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সারাদেশে এইচএসসিতে প্রথম দিন অনুপস্থিত ১২,৮৮৭জন, বহিষ্কৃত ৪৩

সারাদেশে এইচএসসিতে প্রথম দিন অনুপস্থিত ১২,৮৮৭জন, বহিষ্কৃত ৪৩

আজকের মঠবাড়িয়া :সারাদেশে আজ রোববার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় প্রথম দিনে মোট অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৮৮৭ জন। এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য সারাদেশে ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো শিক্ষক বহিষ্কৃত হননি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান মো. আবু বক্কর ছিদ্দিক স্বাক্ষরিত এইচএসসি পরীক্ষা সংক্রান্ত এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। রবিবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এ পরীক্ষায় ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

প্রথম দিন এইচএসসিতে বাংলা প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথম পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আলিমে কুরআন মজিদ (সকল বিষয়) বিষয় ও কারিগরিতে বাংলা-২ (১১২১) ও বাংলা-১ (১১১১) বিষয়ের পরীক্ষা হয়েছে।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকায় ২ হাজার ২১১, কুমিল্লায় এক হাজার ৪৪৫, যশোরে এক হাজার ৩৫৮, রাজশাহীতে এক হাজার ২৭৬, চট্টগ্রামে ৮৫৭, সিলেটে ৭৩৭, বরিশালে ৬৭১ ও দিনাজপুর বোর্ডে এক হাজার ৪৮ জন রয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে এক হাজার ৭৯৬ ও কারিগরি বোর্ডে এক হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি।

বহিষ্কার পরীক্ষার্থীদের মধ্যে রাজশাহী, যশোর ও দিনাজপুরে একজন করে রয়েছে। এছাড়া মাদ্রাসা বোর্ডে ৮ ও কারিগরি বোর্ডে ৩২ জন পরীক্ষার্থীকে বাহিষ্কার করা হয়েছে।

পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ ২ হাজার ১৩২ জন ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৭৯৬ জন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার নব নির্বাচিত সাংসদ এর সাথে প্রশাসনিক কর্মকর্তাদের পরিচিতি সভা

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর – ৩ মঠবাড়িয়া আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের সাথে উপজেলা ...