ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স শিক্ষার্থীদের মধ্যে ব্যপক সাড়া

পিরোজপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স শিক্ষার্থীদের মধ্যে ব্যপক সাড়া

পিরোজপুর প্রতিনিধি <>
‘আমার সঞ্চয় আমার ভবিষ্যৎ’- প্রতিপাদ্যকে ধারন করে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং পদযাত্রার এক নব অধ্যায়। আজ বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
বাংলাদেশ ব্যাংকের সহযোগীতায় অনুষ্ঠানে বরিশাল ও পিরোজপুর জেলার ১১টি বিভিন্ন সরকারি তফশিলী ব্যাংকের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিক ও জেলার ১৩টি মাধ্যমিক পর্যায়ের ১শ’ ৩০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে।
লীড ব্যাংক পূবালী ব্যাংকের আয়োজনে কনফারেন্সে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চল পূবালী ব্যাংকের উপ মহাব্যাবস্থাপক মোঃ মনজুরুল ইসলাম মজুমদার। বক্তব্য রাখেন সোনালী ব্যাংক বরিশালের উপ মহাব্যাস্থাপক স্বপন কুমার বিশ^াস, জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন, ব্যাংক কর্মকর্তা অরুন কুমার কুন্ডু, বিভাষ চন্দ্র হাওলাদার, মোঃ ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিরোজপুর শাখা ব্যবস্থাপক সাগর ভক্ত। পরে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শিশু বয়স থেকেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকে সঞ্চয়ী আমানত সংগ্রহের প্রবনতা সৃষ্টির লক্ষেই তফশীলি ব্যাংকগুলোর সম্মিলিত এই প্রয়াস।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...