ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভান্ডারিয়ায় ৬ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ

ভান্ডারিয়ায় ৬ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ

 

ভান্ডারিয়া প্রতিনিধি <>
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৬ মাদক ব্যবসায়ী আত্মসমার্পন করেছেন। আজ রবিবার বিকেলে উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে পিরোজপুর পুলিশ সুপারের কাছে তারা আত্মসমার্পন করেন।
তেলিখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদকসেবী, মাদক ব্যবসায়ীদের আত্মসমার্পন এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মো. শাহনেওয়াজ, ভান্ডারিয়া জাতীয়পর্টি (জেপি)’র সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম সরোয়ার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, তেলিখালী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী পুলিশ সুপারের কাছে আত্মসমার্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন এরা হলেন লক্ষিপুরা গ্রামের মৃত আব্দুল কাদের বেপারী ছেলে মোঃমোতালেব বেপারী, নদমুলা গ্রামের দিলীপ হাওলাদারের ছেলে শোভন হাওলাদার, ধাওয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে রুবেল খান, দক্ষিণ ভান্ডারিয়া গ্রামেরমোঃ খলিলুর রহমানের ছেলে সবুজ বেপারী, নিজ ভান্ডারিয়া গ্রামের মৃত আব্দুল হাকিম হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার, নতুন নলবুনিয়া গ্রামের মৃত মোতালেব তালুক দারের ছেলে রুবেল তালুকদার। এ সময় তাদের হাতে রিক্সা ও রিক্সাভ্যানসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পরে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ তেলিখালী ইউনিয়নের পুলিশ ক্যাম্পের জন্য একটি গাড়ির চাবি হস্তান্তর করেন পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর নিকট। এসময় তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মধ্য একটি মসজিদ উদ্বোধন করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...