ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - স্যার জগদীশ চন্দ্র বসু এ্যাওয়ার্ড পেলেন বেতাগীর শিক্ষানুরাগী মো. মনিরুজ্জামান

স্যার জগদীশ চন্দ্র বসু এ্যাওয়ার্ড পেলেন বেতাগীর শিক্ষানুরাগী মো. মনিরুজ্জামান

বিপ্লব কুমার হাওলাদার, বেতাগী(বরগুনা) <>

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্যার জগদীশ চন্দ্র বসু এ্যাওয়ার্ড -২০১৯ পেলেন এইমস, যুক্তরাজ্যের প্রফেশনাল ট্রেইনার মো. মনিরুজ্জামান । স্বাধীনতা সংসদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গত ৫ অক্টোবর ২০১৯ বিকেল ৫ টায় ঢাকার সেগুনবাগিচাস্থ সেগুন রেস্টুরেন্টে “নৈতিকতার শিক্ষা, সমাজের জন্য সবচেয়ে বড় প্রয়োজন” শীর্ষক আলোচনা সভা ও স্যার জগদীশ চন্দ্র বসু এ্যাওয়ার্ড-২০১৯ প্রদান অনুষ্ঠানের তাকে এ সম্মাননা পদক দেওয়া হয়।

মো. মনিরুজ্জামান বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের কৃতি সন্তান।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মাদ আবদুস সালাম মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন,সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আ.ন.ম. মেশকাত উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রয়েল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক প্রফুল্ল চন্দ্র সরকার, সাভার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল হালিম, ডেমরা আইডিয়েল কলেজের অধ্যক্ষ লে. কর্নেল (অব:) ড. মো: আনোয়ার হোসেন, টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেম্বর প্রফেসর জাহানারা সুলতানা রাজিয়া, বিশিষ্টি আইনজীবি এ্যাডভোকেট এম এ হালিম মন্টু প্রমুখ। এছাড়াও বিভিন্ন কলেজ ও বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষক ও দেশ বরেন্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে অভিসিক্ত ছিল আয়োজনটি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...