ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বরগুনায় দিনব্যাপী ইলিশ উৎসব

বরগুনায় দিনব্যাপী ইলিশ উৎসব

মো. বেল্লাল হোসাইন , বরগুনা ঘুরে এসে <>

উপকূলীয় বরগুনায় আজ িবুধবার দিনব্যাপী উলিশ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসন ও টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে এই প্রথমবারের মতো বরগুনা সার্কিট হাউস মাঠে দিনব্যাপী ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়।

বরগুনা-১ আসনের সংদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্, পুলিশ সুপার মারুফ হোসেন যৌথভাবে বেলুন উড়িয়ে এ ইলিশ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সাম্মূখ চত্বর হতে বর্ণাঢ্য শোভা্যাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ইলিশকে বরগুগুনা জেলার ব্রাণ্ডিং ও ইলিশের বাড়ি বরগুনা ঘোষণার দাবি জানানো হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি-বেসরকারি দপ্তর ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা অংশ নেন।

দিনব্যাপী এ ইলিশ মেলায় হাজার হাজার উৎসুক জনতার সমাগম ঘটে। বরগুনার প্রতিটা উপজেলা প্রশাসন, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্টল স্থাপন করে । মেলায় দিনব্যাপী এ মেলা মাঠে শত রেকমের ইলিশের খাবার ও ইলিশ মাছ সুলভে বিক্রয় করা হয়। এছাড়া দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, ইলিশের ওপর ডকু ফ্লিম, নানা তথ্যচিত্র প্রদর্শন করা হয়। দিনভর মেলা প্রাঙ্গনে জনতার ঢল নামে।

বরগুনা লোক বেতারের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মনির হোসেন কামাল বলেন, সাগর বিধৌত বরগুনার নদনদীতে ইলিশের আশ্রয় স্থল। জেলার বিষখালী নদীর ইলিশ মাছ মিঠা পানির সুস্বাদু মাছ। বরগুনায় রয়েছে ইলিশ মৎস্য অবতরণ কেন্দ্র। গোটা দেশ বিদেশে ইলিশ চালান যায় এ জেলা থেকে। ইলিশের সাথে এ জেলার কয়েকলাখ মানুষের জীবনজীবিকার পাশাপাশি এখান উলিশ উপকূল অর্থনীতির বিরাট িএকটি অংশ । তাই বরগুনার ব্রাণ্ডিং মূলত ইলিশ। আমরা সরকারের কাছে দাবি জানাই ইলিশের বাড়ি বরগুনা রাষ্ট্রিয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার। সেই সাথে ইলিশ দিবস ঘোষণারও দাবি গোটা উপকূলবাসির।

বরগুনা জেলা প্রশাসন মোস্তাইন বিল্লাহ বলেন, বাংলাদেশসহ ১০টি দেশে ইলিশ পাওয়া যায় তার মধ্যে বাংলাদেশের জলসীমানায় ৬৬ ভাগ পাওয়ার যায়, যার মধ্যে বরগুনা জেলায় এক পঞ্চমাংশ ইলিশ মেলে। ফলে ইলিশ এখানের ব্রাণ্ডিং দাবি রাখে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বরগুনাকে যেন ইলিশের জেলা হিসেবে ঘোষণা করা হয় সেজন্য প্রধানমন্ত্রীকে বিষয়টি বলবো এবং সামনে একনেকের সভায় উত্থাপন করবো। তাছাড়া ইলিশের এই উৎসবকে প্রতি বছর জাতীয় ইলিশ উৎসব হিসেবে পালনের জন্য সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করা হবে।

ছবি <> রহমান আরিফ

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...