ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - প্রবীণের ভরসা যেখানে তারুণ্য

প্রবীণের ভরসা যেখানে তারুণ্য

দেবদাস মজুমদার <>

মানবিক বুদ্ধিবাদি তারুণ্য সভ্য সুন্দর আগামীর ভবিষ্যত । তারুণ্য ভরসা প্রবীণের। বার্ধ্যক্য জীবনের ক্রান্তিকালে সুবিধাবঞ্চিত প্রবীণের জীবন যখন পরিবার ও সমাজে কখনও বোঝা হয়ে । বিপন্ন প্রবীণের জীবনমান উন্নয়নে মানবিক তারুণ্য উদাসীন হতে পারেনা। তরুণরা তাদের মননশীলতা মেধা পরিশ্রম দিয়ে সম্মিলিতভাবে সামাজিক উদ্যোগ প্রবীণ অসহায় মানুষের সেবায় ব্রতী হয় তখনই সমাজ অন্য আলোর তারুণ্য পায়। তেমন কতিপয় মেধাবি মানবিক শিক্ষার্থী তরুণরা সংগঠিত হলে গড়ে ওঠে মানবিক এক সংগঠন। তমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণদের সংগঠন ‘ প্যারেন্টস এজিং ফাউন্ডেশন’ । ২০১৬ সালের ২৫ জুন ‘বৃদ্ধ মানুষের পাশে থাকাই আমাদের মূল লক্ষ ’ এ বক্তব্য উজ্জীবিত হয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ-তরুণীর যাত্রা শুরু করে। ‘ প্যারেন্টস এজিং ফাউন্ডেশন’ নামে গড়ে তোলা সংগঠনের তরুণরা সমাজের নানা অসহায় প্রবীণের জীবন মান উন্নয়নে অবদান রেখে চলেছেন।

‘ প্যারেন্টস এজিং ফাউন্ডেশন’ এর সভাপতি আব্দুল আল জোবায়ের আশির জানান, সংগঠনটি আমাদের অবহেলিত প্রবীণ জনগোষ্ঠী নিয়ে নানা সামাজিক ও মানবিক কাজ শুরু করে চলেছে। প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে এবং বর্তমান সরকারের প্রবীণ নীতিমালা ২০১৩ বাস্তবায়নের লক্ষে সংগঠনটি ম্বেচ্ছাশ্রমে প্রবীণের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে।

তিনি জানান, নানা কারণে আমদের দেশ ও সমাজে অবহেলিত হচ্ছে প্রবীণ জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে চলেছে অন্য আলোর তারুণ্যের এ সংগঠনটি । তরুণদের এমন একটি সংগঠন ‘প্যারেন্টস এজিং ফাউন্ডেশন’। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রবীণ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন কার্যক্রম হাতে বাস্তবায়ন করছে নানা কর্মসূচি। প্রবীণের আত্মকর্মসংস্থানের ‘উদাহরণ’ নামক কর্মসূচি অন্যতম। এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত প্রবীণের স্বাবলম্বী হওয়ার উদাহরণ সৃষ্টি করেছে।

এছাড়া হারিয়ে যাওয়া প্রবীণ কিংবা বৃদ্ধাশ্রমে থাকা মানুষগুলোকে পরিবারে ফেরানোর লক্ষে ব্যাক- টু-হোম: প্রবীণ জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তির শিক্ষা দিতে টেকনোলজি ফর অল: বৃদ্ধাশ্রমের অবস্থা দেখতে পরিদর্শন প্রকল্প এবং প্রবীণ জনগোষ্ঠীর অধিকার আদায়ে ভয়েস ফর এইজড পিপলস প্রকল্প বাস্তবায়ন করছে। প্যারেন্টস এজিং ফাউন্ডেশন এর কর্মসূচি বাস্তবায়নে এর অর্থ ও স্বেচ্ছাশ্রমের জোগানদাতা কেবলই মানবিক শিক্ষার্থীরা।

প্রবীণের জীবনমান ও সমাজ উন্নয়নে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ইয়াং বাংলা থেকে ২০১৭ সালে “জয় বাংলা ইয়ূথ এ্যাওয়ার্ড ” সম্মাননা পেয়েছে সংগঠনটি। ইয়াং বাংলার পাশাপাশি তরুণদের এ সামাজিক সংগঠনটি ইউথোপিয়া বাংলা ও ইউএনডিপির সঙ্গে কাজ করছে ।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া নাহিদ বলেন, প্রবীণরাও আমাদের মানব সম্পদ । প্রবীণদের যোগাযোগ দূরত্ব কমিয়ে অভিজ্ঞতার মেলবন্ধন তৈরির লক্ষে কাজ করছে। প্রবীণদের বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রথা বা মানসিকতা পরিবর্তনে কাজ করা হচ্ছে। এর মধ্যে বৃদ্ধদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, জরুরি রক্ত সরবরাহ, ধর্মীয় উৎসবে নতুন কাপড় বিতরণ, শীতের সময়ে শীতবস্ত্রসহ বিভিন্ন সময় আর্থিক সহায়তাও দিচ্ছে প্যারেন্টস এজিং ফাউন্ডেশন। রমজানে বৃদ্ধদের মাঝে ইফতার বিতরণ করছে তরুণ সেচ্ছাসেবীরা ‘ ২০৫০ সালের মধ্যে বাংলাদেশকে প্রবীণদের বসবাসযোগ্য দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

তিনি আরও বলেন, পরিবার, সমাজ, প্রতিষ্ঠান এমনকি যানবাহনে প্রবীণদের বিশেষ গুরুত্ব দিতে সচেতনতার বার্তা ছড়ানো হচ্ছে। সমাজের অবহেলিত বৃদ্ধ জনগোষ্ঠীর পাশে থাকতে সংগঠনটির সেবা কার্যক্রম দেশের প্রতিটি উপজেলা ও গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে সামাজিক আন্দোলন চালাচ্ছে প্যারেন্টস এজিং ফাউ-েশনের তরণরা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...