ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভাণ্ডারিয়ায় বে-ওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচজন আহত

ভাণ্ডারিয়ায় বে-ওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচজন আহত

মঠবাড়িয় প্রতিনিধি <>

পিরোজপুরের ভাণ্ডারিয়া শহরে বে-ওয়ারিশ কুকুরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনে বে-ওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরে বে-ওয়ারিশ কুকুরের দল বেঁধে উৎপাতে স্কুল কলেজের শিক্ষার্থী ও পথচারীদের দিনভর আতংকে চলাফেরা করতে হচ্ছে।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, গত শুক্রবার ও আজ শনিবার দুইদিনে কুকুরের কামড়ে পৌর শহরের দক্ষিণ শিয়ালকাঠী মহল্লাসহ শহরের বিভিন্ন স্থানে পাঁচ ব্যক্তি কুকুরের কামড়ে আহত হয়েছেন। পৌর শহরের বাসিন্দা প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম পলাশ, দিন মজুর আব্দুস ছালাম, শিশু আব্দুল্লাহ, গৃহীনি হেলেনা বেগম এবং বৃদ্ধ আবদুল জলিল কুকুরের আক্রমনের শিকার হন। আহতরা ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভাণ্ডারিয়া পৌর শহরে বে-ওয়ারিশ কুকুর নিধনে কোন কার্যকর উদ্যোগ না থাকায় শহর জুড়ে কুকুরের নির্বিঘ্নে

উৎপাত বেড়েই চলছে। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের কোন ভ্যাকসিন না থাকায় আক্রান্ত ব্যক্তিরা চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের চড়া মূল্যে জেলা ও বিভাগীয় শহর হতে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে।
কুকুরের কামড়ে আক্রান্ত শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, তিনি কুকুরের কামড়ের শিকার হলে তাকে পাশ্ববর্তী ঝালকাঠি রাজাপুর উপজেলা থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হয়েছে । আক্রান্ত ব্যাক্তিরা অনেকে এখন পর্যন্ত ভ্যাকসিন সংগ্রহ করতে পারেননি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ভ্যাকসিন সররবাহ করা হয়না। তবে জেলা হাসপাতাল গুলোতে সরকারিভাবে এ ভ্যাকসিনের সাপ্লাই আছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...