ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে নারী ও শিশু সুরক্ষা সেলের উদ্বোধন

পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে নারী ও শিশু সুরক্ষা সেলের উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি <>
নারী ও শিশুদের আইনী সহয়তা প্রদানের লক্ষ্যে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে নারী ও শিশু সুরক্ষা সেল এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে এক মতবিনিময় সভায় নারী ও শিশু সুরক্ষা সেল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
এসময় পুলিশ সুপার জানান, এ নারী ও শিশু সুরক্ষা সেল এর মাধ্যমে ২৪ ঘন্টা ব্যাপী নারী ও শিশু সুরক্ষা সেলের একজন ইনচার্জ নিয়েজিত থাকবে । যিনি নারী ও শিশুদের যেকোন সমস্যার তাৎক্ষনিক সমাধান ও পুলিশী সমাধানের জন্য নিয়োজিত থাকবে । যার মাধ্যমে নারীরা ও শিশুরা আরো বেশি সুরক্ষিত হবে ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমদ মাইনুল হাসান, পিরোজপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সদর থানা অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক। সভায় পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইদ্রিস আলী আযিযীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নারী ও শিশু সুরক্ষা সেলের ইনচার্জ খালেদা আক্তার, বিদ্যালয়ের সরকারী শিক্ষক রিতা রানী বল, শিক্ষার্থী হৃদিকা আহসান শ্রেয়া, ডিকে দ্বিভামনি, আশরাফি মিথুয়া। সভা সঞ্চালনা করেন পিরোজপুর জেলা পুলিশের এসআই মো: মাসুম বিল্লাহ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...