ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় যুবলীগের কমিটি প্রত্যাখান করে বিক্ষুব্দ নেতা কর্মীদের জুতা মিছিল

মঠবাড়িয়ায় যুবলীগের কমিটি প্রত্যাখান করে বিক্ষুব্দ নেতা কর্মীদের জুতা মিছিল

মঠবাড়িয়া প্রতিনিধি <>

পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী যুবলীগ উপজেলা শাখার নতুন কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে ওই কমিটি বাতিলের দাবিতে বিক্ষুব্ধ যুবলীগ নেতা কর্মীরা শহরে জুতা মিছিল বের করে । আজ মঙ্গলবার সন্ধ্যায় যুবলীগ কার্যালয়ের সম্মূখ হতে জুতা প্রদর্শন করে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ১১ ইউনিয়ন ও পৌরসভার সহস্রাধিক যুবলীগ নেতা কর্মীরা অংশ নেন।
শেষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, যুবলীগ সভাপতি সাকিল আহম্মে নওরোজ, সাধারণ সম্পাদক মো. জুলহাস শাহীন প্রমূখ, যুবলীগ নেতা আলাউদ্দিন আল আজাদ, যুবলীগের সহ সভাপতি বদিউজ্জামান মাদল, সাংগঠনিক ডা. মাসুম , যুগ্ম সম্পাদক শামীম আহম্মেদ প্রমূখ।

পরে তৃণমূলের ভোট বিহীন উপজেলা যুবলীগের কমিটি গঠন করায় অর্থ বাণিজ্যের অভিযোগ তুলে কমিটি প্রত্যাখান করে পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশ পুত্তলিকা দাহ করে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০১৪ সালে মঠবাড়িয়া উপজেলা যুবলীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিতত হয়। এসময় সাকিল আহম্মেদ নওরোজ সভাপতি ও জুলহাস শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটি অদ্যবধি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু মঠবাড়িয়া উপজেলা যুবলীগের ওই কার্যকরী কমিটি বাতিল না করে অগণতান্ত্রিক বিধি বহির্ভূতভাবে জেলা কমিটি গত ২২ জুলাই উপজেলা যুবলীগের কমিটি গঠন করে। পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু ও সাধরণ সম্পাদক জিয়াউল আহসান গাজী স্বাক্ষরিত ২৬ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করে। কমিটিতে আবু হানিফ খানকে সভাপতি ও নজরুল ইসলাম সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ নতুন কমিটি ঘোষণা দেওয়ার আগেই সোমবার সামাজিক ছড়িয়ে পড়লে স্থানীয় যুবলীগ নেতা কর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিক্ষুব্দ নেতা কর্মীদের অভিযোগ কোন কাউন্সিল অধিবেশন ও তৃণমূলের ভোট গ্রহণ ছাড়াই গোপনে পিরোজপুর জেলা কমিটির সভাপতি ও সম্পাদক মিলে মোটা অংকের টাকার বিনিময়ে পকেট কমিটি গঠন করে। এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি জেলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুলহাস শাহীন বলেন, বর্তমান কমিটি বাতিল না করে গঠনতন্ত্র বিধি বহির্ভূতভাবে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে পকেট কমিটি গঠন করেছেন। কাউন্সিল ও তৃণমূলের ভোট গ্রহণ ছাড়্ াগঠিত এ পকেট কমিটি ত্যাগী যুবলীগ নেতা কর্মীরা প্রত্যাখান করেছে।
এ বিষয়ে পিরোজপুর জেলা যুবলীগের সাভাপতি মো. আক্তারুজ্জামান ফুলুকে কল দিলে তিনি মোবাইল ফোন রিসিভ করেনি।
তবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, কমিটি গঠন নিয়ে অভিযোগের কথা আমরা শুনেছি। বিষয়টি যথাযথ খোঁজ নিতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই কমিটি গঠনতান্ত্রিক বিধি অনুযায়ী না হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এজন্য স্থানীয় যুবলীগ নেতা কর্মীদের ধৈর্য্য ধারনের জন্য বলা হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...