ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - নারী ও শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদ ও কঠোর বিচার দাবিতে মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

নারী ও শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদ ও কঠোর বিচার দাবিতে মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

 

মঠবাড়িয়া প্রতিনিধি >>

সারাদেশে নারী ও শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদ ও অপরাধির কঠোর বিচার দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। স্থানীয় মিরুখালী স্কুল এন্ড কলেজের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে স্কুল সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশ নেন।
মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য মো. আলমগীর হোসেন খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, শিক্ষক রোকনউজ্জামান শরীফ, শাকিল আহম্মেদ, হাসিবুল ইসলাম, নাজমুস শাদাত, কিরণ প্রভা রায়, পারভেজ তালুকদার, অভিভাবক জাকির হোসেন, শিক্ষার্থী অনন্যা কুন্ডু, নাসরুল্লাহ মহারাজ, মিম তালুকদার প্রমূখ।

বক্তারা নারী ও শিশু নির্যাতন ধর্ষণ প্রতিরোধে সম্মিলিত সকলকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অপরাধীরা যেন রাজনৈতিক দল, প্রভাবশালী মহল ও প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় না পায়। যৌন সন্ত্রাসীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

ছবি <> শাহাদাৎ হোসেন বাবু।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...