ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার গুলিশাখালী জি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য অর্জন

মঠবাড়িয়ার গুলিশাখালী জি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য অর্জন

শিক্ষাঙ্গন প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় গুলিশাখালী জি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯ সালের এস এস সি পরীক্ষায় ৮ জন শিক্ষার্থী জি পি এ ৫ পেয়েছে। এছাড়া ১ জন গোল্ডেন জি পি এ ৫ অর্জন করেছে। কৃতিত্ব অর্জনকারী এ ৮ অদম্য মেধাবী হল-ইশতিয়াক আহমেদ ইফতি,মোঃ রিমন,গোলাম রাব্বী নাইম,তারিন,প্রমিতা রানী,মাহমুদুর রহমান,মো. রাহাত মিয়া ও মো. মোস্তফা মিয়া।
বিদ্যালয়টির কৃতি শিক্ষার্থীরা অভিভাবক, শিক্ষকমন্ডলীসহ শুভাকাঙ্ক্ষীদের মুখ উজ্জল করেছে। তারা স্বপ্ন দেখছে ভবিষ্যতে উচ্চতর শ্রেনীতে আরো ভাল ফল করার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাস জানান,”শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা ও পরিচালনা কমিটির পরিকল্পনা অনুযায়ী সঠিক পরিচর্যার মাধ্যমে পাঠদান করায় আমরা এ সাফল্য পেয়েছি। অভিভাবকদের কাছেও আমরা কৃতজ্ঞ।এজন্য তিনি মহান সৃষ্টিকর্তার কাছেও শোকরিয়া জ্ঞাপন করেণ।তিনি আরও জানান,৪৪ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে ৪২ জন পাস করেছে।পাসের হার ৯৫.৪৫।
বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস বলেন,এ বছর গুলিশাখালী জি কে মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের সাফল্য অর্জন করায় আমরা আনন্দিত।লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ থাকায় ও পরিশ্রম করায় সাফল্য অর্জন সম্ভব হয়েছে।তাই আমরা যদি প্রতিটি শিক্ষার্থীর মেধা শক্তিকে বিকশিত করতে পারি আগামীতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...